Advertisement
Advertisement

Breaking News

Sonia Gandhi Narendra Modi

‘বিরোধীদের কণ্ঠরোধ, গণতন্ত্র ধ্বংস করা হচ্ছে’, মোদি সরকারকে ফের তোপ সোনিয়ার

আরএসএস আর বিজেপি ধর্মীয় হিংসা ছড়াচ্ছে, অভিযোগ সোনিয়ার।

Sonia Gandhi slams Central Government on many issues | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 11, 2023 12:58 pm
  • Updated:April 11, 2023 12:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় গণতন্ত্রের তিনটি স্তম্ভকে ধ্বংস করছে মোদি সরকার। বিরোধীদের কণ্ঠরোধ করতে নতুন করে ফন্দি আঁটছে তারা। সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহার করছে সরকার। সম্প্রতি একটি সংবাদপত্রে কেন্দ্রকে তীব্র আক্রমণ করে এহেন অভিযোগ এনেছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তাঁর দাবি, কৌশলী শব্দ ব্যবহার করে সমস্যা থেকে সাধারণ মানুষের নজর ঘুরিয়ে দেন মোদি (Narendra Modi)।

একটি সর্বভারতীয় সংবাদপত্রের সম্পাদকীয় বিভাগে লিখতে গিয়ে সোনিয়া বলেন, সাম্প্রতিককালে বারবার বাতিল হয়েছে সংসদের অধিবেশন। আদানি ইস্যু, বেকারত্ব, মূল্যবৃদ্ধি- সমস্ত বিষয়ে বিরোধীরা আলোচনার দাবি জানালেই সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয়েছে। রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজ প্রসঙ্গও উঠে এসেছে সোনিয়ার লেখায়।

Advertisement

[আরও পড়ুন: মেয়ে মোবাইলে আসক্ত, ফোন কেড়ে নেন বাবা-মা, অভিমানে ৭ তলা থেকে ঝাঁপ কিশোরীর]

বিরোধি দলগুলিকে হেনস্তা করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে মোদি সরকার- এমনটাই দাবি করেছেন সোনিয়া। তিনি লিখেছেন, রাজনৈতিক মামলার ৯৫ শতাংশই দায়ের করা হয়েছে বিরোধী দলগুলির বিরুদ্ধে। কিন্তু সেই অভিযুক্তরা বিজেপিতে যোগ দিলেই তাঁদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ উধাও হয়ে যাচ্ছে। শুধু বিরোধী দল নয়, সাংবাদিক ও বিশিষ্টজনের বিরুদ্ধেও একই পদক্ষেপ করছে মোদি সরকার।

রামনবমী উপলক্ষে হিংসার বিষয়েও আলোকপাত করেছেন প্রবীণ কংগ্রেস নেত্রী। তিনি বলেন, বিজেপি ও আরএসএস ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে আর প্রধানমন্ত্রী তাকে এড়িয়ে যাচ্ছেন। একবারের জন্যও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেননি বা শান্তির বার্তা দেননি। ধর্মীয় অনুষ্ঠানগুলি যেন অন্যদের ভয় দেখানোর উপায় হয়ে উঠেছে।” 

[আরও পড়ুন: ‘দলে ফিরতে প্রায়শ্চিত্ত করতে হবেই’, দণ্ডির পক্ষে সওয়াল করে বিতর্কে অপরূপা পোদ্দার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement