Advertisement
Advertisement

Breaking News

Sonia Gandhi

গান্ধীতেই আস্থা, কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন সোনিয়া

'সোনিয়া গান্ধীজি আমাদের মার্গদর্শক', দলের চেয়ারপার্সন নির্বাচনের পর বার্তা খাড়গের।

Sonia Gandhi re-elected leader of Congress parliamentary party
Published by: Amit Kumar Das
  • Posted:June 8, 2024 9:25 pm
  • Updated:June 8, 2024 9:25 pm

সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের একবার কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী। শনিবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এর পর সেই নামে সম্মতি জানান বৈঠকে উপস্থিত সব কংগ্রেস সাংসদরা। দলীয় সাংসদদের সর্বসম্মতিতেই এই পদে পুনর্নির্বাচিত হলেন সোনিয়া।

১৯৯৯ সালে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। তার পর থেকে টানা ২৫ বছর লোকসভার সাংসদ হওয়ার পর এই প্রথমবার রাজ্যসভার সাংসদ হিসেবে সংসদে গিয়েছেন তিনি। শনিবার চেয়ারপার্সন হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর কংগ্রেস সাংসদ মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) বলেন, ‘সোনিয়া গান্ধীজি আমাদের মার্গদর্শক। তিনি পুনরায় সংসদীয় কমিটির চেয়ারপার্সন নির্বাচিত হওয়া আমাদের কাছে অত্যন্ত আনন্দের।’ উল্লেখ্য, এদিন সংসদীয় কমিটির বৈঠকে সোনিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কে সি বেণুগোপাল, কার্তি চিদম্বরম, রাজীব শুক্লা, রণদীপ সূরজেওয়ালা, অজয় মাকেন, শশী থারুর, অধীর চৌধুরী-সহ কংগ্রেসের সকল সাংসদরা।

Advertisement

[আরও পড়ুন: ‘হেরো’ বিজেপিকে পুরনোদের কথা মনে করালেন দিলীপ, তথাগতর তোপ RSS নিয়ে]

এদিকে শনিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির (CWC) বৈঠকে রাহুলকে বিরোধী দলনেতা হিসাবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়ে গিয়েছে। উল্লেখ্য, বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় (Lok Sabha) মোট আসনের ১০ শতাংশ পেতে হয়। অর্থাৎ ৫৫ জন সাংসদ প্রয়োজন পড়ে। ২০১৪ সালে এবং ২০১৯ সালে ন্যূনতম সেই সংখ্যাও জোগাড় করতে পারেনি কংগ্রেস। এবার পরিস্থিতি অন্য। এবার কংগ্রেসের হাতে ৯৯ জন সাংসদ। ফলে ১০ বছর পর বিরোধী দলনেতা পাচ্ছে কংগ্রেস। সেই পদে রাহুলের নাম প্রস্তাব করা হলেও, তিনি আদৌ এই দায়িত্ব নেবেন কীনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়।

Advertisement

[আরও পড়ুন: মালব্যকে সুন্দরী জোগান! বিজেপির বঙ্গ বিপর্যয়ে বিস্ফোরক রাহুল সিনহার ভাই শান্তনু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ