সোনিয়া গান্ধী। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর ঝুঁকি নয়। লোকসভা ছেড়ে এবার নিরাপদ রাজ্যসভার দিকে ঝুঁকছেন কংগ্রেসের সংসদীয় দলনেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। কংগ্রেস সূত্রের দাবি বুধবারই রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন সোনিয়া। মনোনয়ন পেশের সময় তাঁর সঙ্গে থাকবেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, রাজস্থান থেকে প্রার্থী হবেন সোনিয়া। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আলোচনার জন্য রাহুল গান্ধীও (Rahul Gandhi) ন্যায় যাত্রা ছেড়ে দিল্লিতে গিয়েছেন।
আগামী ২৭ ফেব্রুয়ারি দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসনে নির্বাচন। এর মধ্যে ৯-১০টি আসনে জয়ের মতো জায়গায় রয়েছে কংগ্রেস (Congress)। তার মধ্যে কংগ্রেসের জন্য সবচেয়ে নিরাপদ দুটি রাজ্য হল তেলেঙ্গানা এবং কর্ণাটক। রাজস্থান এবং হিমাচল প্রদেশেও একটি করা আসন জেতার জায়গায় রয়েছে হাত শিবির। কংগ্রেস সূত্রের খবর, রাজস্থান (Rajasthan) থেকেই মনোনয়ন দেবেন সোনিয়া। দক্ষিণের দুই রাজ্য বাদ দিয়ে রাজস্থানকে বেছে নেওয়ার কারণ, হিন্দি বলয়ে যে কংগ্রেস একেবারে আশা ছেড়ে দেয়নি, সেটাই বোঝাতে চাইছে দল। রাহুল, খাড়গেকে সঙ্গে নিয়ে বুধবারই মনোনয়ন দেবেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী।
২০০৪ থেকে টানা কুড়ি বছর রায়বরেলি থেকে সাংসদ নির্বাচিত হয়ে এসেছেন সোনিয়া গান্ধী। ২০১৯ সালে উত্তরপ্রদেশে কংগ্রেস সবচেয়ে খারাপ ফল করে। এমনকী আমেঠিও হাতছাড়া হয়। কিন্তু তার মধ্যেও রায়বরেলি আসন ছিল সোনিয়ার দখলেই। তবে এবার আর লোকসভা নির্বাচনে তাঁকে লড়তে দেখা যাবে না বলেই কংগ্রেস সূত্রে খবর। তবে নিজেদের গড় হাতছাড়া করতে চাইছে না গান্ধী পরিবার। সোনিয়া প্রার্থী না হলেও রায়বরেলিতে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী।
কিন্তু কেন লোকসভা ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন সোনিয়া? কংগ্রেস সূত্রের খবর, সোনিয়া শারীরিকভাবে অসুস্থ। তাঁর পক্ষে আর লোকসভায় লড়াই করার ধকল নেওয়া সম্ভব নয়। আবার সংসদে তাঁর উপস্থিতিও কংগ্রেসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেকারণে নিরাপদ রাজ্যসভার আসন থেকে তাঁকে মনোনীত করে আনতে চাইছে দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.