Advertisement
Advertisement
Sonia Gandhi

‘আপনিও তো কলার ধরেছিলেন’, সোনিয়াকে তোপ বিজেপি সাংসদের

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তোপের মুখে সোনিয়া।

'Sonia Gandhi once tried to grab collar', alleges BJP। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:September 20, 2023 5:46 pm
  • Updated:September 20, 2023 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদে নিজের ভাষণে মহিলা সংরক্ষণ বিলকে (Women Reservation Bill) সমর্থন করেছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। আর এদিনই উত্তপ্ত বাদানুবাদের পরিস্থিতিতে কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে আক্রমণ করলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর অভিযোগ, সোনিয়া নাকি ২০১২ সালে এমনই এক উত্তপ্ত বিতর্কের আবহে কলার চেপে ধরার চেষ্টা করেছিলেন এক সমাজবাদী পার্টির সাংসদের।

লোকসভায় (Loksabha) মঙ্গলবার পেশ হয়েছে মহিলা সংরক্ষণ বিল। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করেন। দীর্ঘ আলোচনার পর নতুন সংসদ ভবনে এই বিল পেশ হয়। আর তাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কে প্রথম বক্তব্য রাখেন এক বিজেপি সাংসদ। বিরোধীরা দাবি করেন, মহিলা সংরক্ষণ বিল সংক্রান্ত বিতর্কে নেতৃত্ব দিন কোনও মহিলা বিজেপি সাংসদ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পালটা প্রশ্ন তোলেন, কেন কোনও পুরুষ মহিলাদের বিল নিয়ে কথা বলতে পারবেন না।

Advertisement

[আরও পড়ুন: রাষ্ট্রসংঘে হঠাৎ কাশ্মীর প্রসঙ্গ তুরস্কের প্রেসিডেন্টের মুখে!]

এই পরিস্থিতিতে নিশিকান্তকে দেখা যায় সোনিয়াকে আক্রমণ করতে। তাঁর অভিযোগ, ২০১২ সালে লোকসভায় সোনিয়া সাংসদ যশবীর সিংয়ের কলার চেপে ধরার চেষ্টা করেছিলেন। তাঁর কথায়, ”সেই সময়ই আমি ওঁকে বলেছিলাম, আপনি এখানকার রানি নন। আপনি এমন করতে পারেন না।”

প্রসঙ্গত, ২০১২ সালে লোকসভায় সোনিয়া সত্যিই বিতণ্ডায় জড়িয়ে ছিলেন সমাজবাদী পার্টির সাংসদের সঙ্গে। সেই প্রসঙ্গ তুলেই ফের কংগ্রেস নেত্রীকে আক্রমণ করল বিজেপি।

[আরও পড়ুন: ‘ভারতের নিন্দা করুন’, কানাডায় ‘মিশন খলিস্তান’ নিয়ে ট্রুডোর অনুরোধে ‘না’ আমেরিকার!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement