Advertisement
Advertisement

শীঘ্রই কী কংগ্রেস সভাপতির পদে রাহুল গান্ধী?

ব্যাটনের বদল এখন শুধু সময়ের অপেক্ষা৷ সোনিয়া গান্ধীর হাত থেকে শতাব্দী প্রাচীন কংগ্রেস দলের সভাপতির দায়িত্ব চলে আসতে চলেছে পুত্র রাহুলের হাতে৷ শীঘ্রই মা সোনিয়ার হাত থেকে এই দায়িত্বভার বুঝে নেবেন বর্তমানে দলের সহ-সভাপতি পদে আসীন রাহুল৷

Sonia Gandhi likely to pave the way for Rahul as Congress President
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 1, 2016 5:38 pm
  • Updated:June 1, 2016 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাটনের বদল এখন শুধু সময়ের অপেক্ষা৷ সোনিয়া গান্ধীর হাত থেকে শতাব্দী প্রাচীন কংগ্রেস দলের সভাপতির দায়িত্ব চলে আসতে চলেছে পুত্র রাহুলের হাতে৷ শীঘ্রই মা সোনিয়ার হাত থেকে এই দায়িত্বভার বুঝে নেবেন বর্তমানে দলের সহ-সভাপতি পদে আসীন রাহুল৷

দলীয় সূত্রে খবর, বছর দুয়েক আগে লোকসভা নির্বাচনে দলের শোচনীয় পরাজয়ের পর বারবারই উঠেছে নেতৃত্ব রদবদলের প্রশ্ন৷ বড়, মেজো, ছোট— সব স্তরের নেতারাই বারবার এই নেতৃত্ব বদলের দাবি তুলেছেন৷ কিন্তু প্রতিবারই আনুগত্যের প্রশ্নে পিছু হঠেছেন নেতারা৷ পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু এবং অসমে সদ্য হওয়া বিধানসভা নির্বাচনে শোচনীয় পরাজয় হয়েছে দলের৷ পুদুচেরিতে ভাল ফলাফল করেছে দল৷ অসম এবং কেরলে হারাতে হয়েছে মসনদ৷ তারপরই শীর্ষ স্তরে নেতৃত্ব বদলের দাবি জোরদার হয়েছে৷ শশী থারুর, দিগ্বিজয় সিং, জয়রাম রমেশের মতো বর্ষীয়ান নেতারা বারবারই রাহুলের এবার কার্যভার বুঝে নেওয়ার সময় হয়েছে বলে মতপ্রকাশ করেছেন৷ সেই দাবি এবারও জোরাল হয়েছে৷ কংগ্রেস সূত্রে খবর, দলের ওয়াকিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে সভাপতি হিসেবে মনোনীত করা হতে পারে৷ চলতি মাসেই হতে পারে সেই বৈঠক৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement