Advertisement
Advertisement
Sonam Wangchuk

২১ দিন পর অনশন ভঙ্গ করলেন সোনম ওয়াংচুক

গত ৬ মার্চ থেকে অনশন করছিলেন তিনি।

Sonam Wangchuk ends 21-Day hunger strike
Published by: Biswadip Dey
  • Posted:March 26, 2024 7:03 pm
  • Updated:March 26, 2024 7:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২১ দিনের অনশন ভঙ্গ করলেন বিজ্ঞানী তথা পরিবেশ-মানবাধিকার কর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuck)। গত ৬ মার্চ থেকে অনশন করছিলেন তিনি। তবে সোশ‌াল মিডিয়ায় ‘থ্রি ইডিয়টস’-এর ‘র‌্যাঞ্চো’ জানিয়েছেন, অনশন তুলে নিলেও তাঁর লড়াই চলবে।

লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি-সহ একগুচ্ছ দাবিতে অনশন করছিলেন সোনম। কেবল জল ও নুন ছাড়া কিছুই খাননি। এদিন অনশন শেষে তাঁকে বলতে শোনা যায়, ”লাদাখের সাংবিধানিক সুরক্ষা ও সেখানকার মানুষদের রাজনৈতিক অধিকারের জন্য আমার লড়াই চলবে।” ঘটনাস্থলে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। তবে এর পরই সেখানে উপস্থিত মহিলাদের একটি দল জানায়, এবার তারা অনশন শুরু করবে একই দাবিতে। 

Advertisement

[আরও পড়ুন: ৪০০ পারের স্বপ্নে ধাক্কা! জোটে ফিরল না অকালি দল, পাঞ্জাবে বিজেপির একলা চলো]

লাদাখকে রাজ্যের স্বীকৃতির পাশাপাশি হিমায়লের বাস্তুতন্ত্রের সুরক্ষাও ছিল সোনমের দাবির মধ্যে। তিনি জানিয়েছেন, আপাতত ২১ দিনের জন্য হলেও তাঁর অনশন আমরণও চলতে পারে। কিন্তু এই তিন সপ্তাহে তাঁর সঙ্গে কথা বলার কোনও ইঙ্গিত সরকারের তরফে দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে মঙ্গলবারই এক ভিডিও বার্তায় আরও একবার কেন্দ্রের কাছে নিজের দাবিদাওয়ার কথা জানান সোনম। সেই সঙ্গে তিনি তাঁর হাতে ধরা এক বরফে জমাট বাঁধা জলের গ্লাস দেখান। বলেন. মাইনাস ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও তাঁর সঙ্গে রয়েছেন ৩৫০ মানুষ।

সোনমের দাবি, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার যে আশ্বাস সরকার ২০১৯-’২০ সালে দিয়েছিল, তা তারা রাখেনি। না দিয়েছে লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতি, না নেওয়া হয়েছে এখানকার পরিবেশরক্ষায় কোনও দৃঢ় পদক্ষেপ। সোশ‌াল মিডিয়ায় তিনি লেখেন, ‘সরকার বলে, ভারত গণতন্ত্রের জননী। অথচ সেই ভারতেই লাদাখবাসীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়। নয়াদিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হয়। চার বছর পরও সরকার কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। এটা বিশ্বাসভঙ্গের সমতুল।’ এরই প্রতিবাদে আমরণ অনশনে বসেছিলেন তিনি। 

[আরও পড়ুন: উর্মিলাকে ‘পর্নস্টার’ বলেছিলেন কঙ্গনা! পুরনো ভিডিও শেয়ার করে তোপ কংগ্রেস নেতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement