Advertisement
Advertisement
Nitish Kumar

বিহারের মুখ্যমন্ত্রীকে খাবারে বিষ মিশিয়ে খুনের ছক! নেপথ্যে কারা?

নীতীশকে'খুনের চক্রান্তে'র অভিযোগ তুললেন জিতন রাম মাঝি।

Someone mixing poison with Bihar CM Nitish Kumar's food, claims Jitan Manjhi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 11, 2023 2:01 pm
  • Updated:November 11, 2023 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাবারে বিষ মিশিয়ে বিহারের মুখ্যমন্ত্রীকে খুনের চেষ্টা! এক-আধদিন নয়, নীতীশ কুমারকে (Nitish Kumar) হত্যার পরিকল্পনা চলছে বেশ কিছুদিন ধরেই! এমনই দাবি করছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা হিন্দুস্তানি আওয়াম মোর্চার (HAM) নেতা জিতন রাম মাঝি। নীতীশের যৌনশিক্ষা মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই এবার তাঁকে ‘খুনের চক্রান্তে’র অভিযোগ তুললেন জিতন। তাঁর দাবি, বিষের প্রভাবেই মহিলাদের নিয়ে ভুলভাল মন্তব্য করছেন বিহারের মুখ্যমন্ত্রী।

নীতীশ কুমারের মন্তব্য নিয়ে হইচই শুরু করেছে বিজেপি (BJP)। তাঁর পদত্যাগের দাবি তুলে বিধানসভার ভিতর-বাইরে সরব হয়েছিল গেরুয়া শিবির। এর মাঝেই পাটনায় জিতন রাম মাঝি বলেন, “একটা ষড়যন্ত্র করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে মেরে ফেলার জন্য তাঁর খাবারে বিষ মেশানো হচ্ছে। তারই ফলেই উনি মহিলাদের সম্পর্কে ও আমার নামে এমন মন্তব্য করেছেন।” তাঁর দাবি, “মুখ্যমন্ত্রীর গদি কেড়ে নিতেই তাঁর খাবারে বিষ মেশানোর ষড়যন্ত্র করা হচ্ছে।” যদি কে বা কারা এই ষড়যন্ত্র করছেন, কে বিহারের মুখ্য়মন্ত্রীকে খুনের চেষ্টা করছেন, তা নিয়ে একটি শব্দও খরচ করেননি জিতন। 

Advertisement

[আরও পড়ুন: এবার গ্র্যামির দৌড়ে মোদি! বিশ্বমঞ্চে মনোনীত প্রধানমন্ত্রীর গান]

উল্লেখ্য, নীতীশের আনা সংরক্ষণের প্রস্তাবে সমর্থন জানিয়ে জিতন বলেছিলেন, গেজেটেড অফিসারদের মধ্যে উপজাতিদের প্রতিনিধিত্ব অনেক কম। কিন্তু তাঁকে মাঝপথেই থামিয়ে দেন নীতীশ। পূর্ববর্তী তাঁর সরকারকেই দোষারোপ করে মুখ্যমন্ত্রী বলেন, “কে আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়েছিল? আমি বোকামো করেছি আপনাকে মুখ্যমন্ত্রী করে। এই লোকটার কোনও বুদ্ধি নেই। আপনাকে মুখ্যমন্ত্রী বানিয়ে ভুল করেছি আমি।” এর পরই এদিন বিষ মেশানোর ষড়যন্ত্রের কথা শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রীর গলায়।

[আরও পড়ুন: অঙ্কিত-কর্তাদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে কলকাতা পুলিশই, দুর্নীতিতে গ্রেপ্তার হন দীপেশ-হীতেশ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement