Advertisement
Advertisement

অভিনেত্রী থেকে জননেত্রী হয়ে ওঠার এক রূপকথা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরাতচি থালাইভি অর্থাৎ বিপ্লবী নেত্রী৷ এই নামেই তাঁকে ডাকতেন অনুরাগীরা৷ কারণ লড়াই করেই তামিলনাড়ুর মসনদে বসেছিলেন জয়ললিতা৷ অভিনেত্রী থেকে হয়ে উঠেছিলেন পোড় খাওয়া রাজনীতিবিদ৷ তার এই জীবনসফরে টুকরো ঝলক রইল আপনাদের জন্য৷আরও পড়ুন:তামিলনাড়ুর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড! মৃত ১ শিশু-সহ অন্তত ৬বিশ্ব হিন্দু পরিষদের সভায় বিতর্কিত মন্তব্য, বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ হাই কোর্টের […]

Some Unknown facts about jayalalithaa
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 6, 2016 8:37 am
  • Updated:December 6, 2016 8:40 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরাতচি থালাইভি অর্থাৎ বিপ্লবী নেত্রী৷ এই নামেই তাঁকে ডাকতেন অনুরাগীরা৷ কারণ লড়াই করেই তামিলনাড়ুর মসনদে বসেছিলেন জয়ললিতা৷ অভিনেত্রী থেকে হয়ে উঠেছিলেন পোড় খাওয়া রাজনীতিবিদ৷ তার এই জীবনসফরে টুকরো ঝলক রইল আপনাদের জন্য৷

jayalalithaa-e1412767843742

Advertisement
  • মাত্র তিন বছর বয়স থেকে ভরতনাট্যমে তালিম নিয়েছেন তিনি৷
  • স্কুল-টপার ছিলেন জয়ললিতা৷ দশম শ্রেণিতে জিতেছিলেন গোল্ড স্টেট অ্যাওয়ার্ডও৷
  • কিন্তু মাত্র ১৫ বছর বয়সে মায়ের জোরাজুরিতেই সিনেমায় নামতে বাধ্য হন তিনি৷
  • নিজের প্রথম ছবি নিজেই দেখতে পাননি জয়ললিতা৷ কারণ তা প্রাপ্তবয়স্কদের জন্য ছিল৷
  • তিনিই প্রথম তামিল অভিনেত্রী হিসেবে স্লিভলেস ব্লাউজ পরে সিনেমার পর্দায় অবতীর্ণ হয়েছিলেন৷
  • সিনেমায় অভিনয় করাকালীন বিবাহিত অভিনেতা শোবান বাবুর প্রেমে পড়েন৷ কিন্তু দু’জনে কখনও বিয়ে করেননি৷
  • শোনা যায় জয়ললিতাকে রাজনীতির ময়দানে নিয়ে আসেন অভিনেতা তথা রাজনীতিবিদ এমজিআর৷ তবে জয়ললিতা স্বয়ং এই তথ্য নাকচ করেছেন৷
  • ইংরাজি সাহিত্য পড়তে ভালবাসতেন আম্মা৷ যেখানেই যেতেন বই সঙ্গে নিয়ে যেতেন৷
  • তামিল অভিনেত্রী হিসেবে তাঁর ঝুলিতেই সবচেয়ে বেশি সিলভার জুবিলি সিনেমার রেকর্ড রয়েছে৷
  • তামিল ভাষাতেও স্বচ্ছন্দ্য ছিলেন তিনি৷ তামিলে বইও বেরিয়েছে তাঁর৷ নিয়মিত লেখক ছিলেন ‘থাই’ নামের এই তামিল সাপ্তাহিকে৷
  • mgr-jayalalitha-movie

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement