সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা সংক্রমণের ‘হটস্পট’ এখন দিল্লি। তাই উত্তরপ্রদেশের পর সংক্রমণ রুখতে নতুন করে দিল্লি কয়েকটি জায়গা সিল করল প্রশাসন। এই ১৩টি এলাকাই গাজিয়াবাদের। ওই এলাকাগুলিকে ‘সংক্রামক এলাকা’ বলে চিহ্নিত করে বুধবার মাঝরাত থেকে সিল করে দেওয়া হয়েছে। এছাড়া নয়ডারও ২২টি এলাকা রয়েছে এর আওতায়।
NCR এলাকার মূলত বাঙালি অধ্যুষিত এলাকার দিকে নজর দিয়েছে প্রশাসন। কনট প্লেসের বিখ্যাত বাঙালি বাজারটিও সিল করে দেযওা হয়েছে। এছাড়া মালব্যনগর, সঙ্গমবিহার, দ্বারকা, জাহাঙ্গিরপুরী, দিলশাদ গার্ডেন, ময়ূর বিহার, প্রীত বিহারের অনেকাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। চারটি হাউজিং সোসাইটি সম্পূর্ণ বন্ধ। অন্তত ১৫ হাজার মানুষ একেবারে ঘরবন্দি হয়ে পড়েছেন। প্রশাসন সূত্রে খবর, গোটা দেশে লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিল মাঝরাত পর্যন্ত হলেও, এসব এলাকা সিল করা থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।
দিল্লির করোনা পরিস্থিতি মোকাবিলায় আগেই ‘5T প্ল্যান’ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। শুরু হচ্ছে ব়্যাপিড টেস্টিং। আজ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, টেস্ট কিট হাতে আসার অপেক্ষা করছেন তাঁরা। তা এলেই দিল্লির সংক্রামক এলাকাগুলিতে সবার আগে পরীক্ষা করা হবে। সাংবাদিক বৈঠকে তিনি আরও তথ্য জানিয়েছেন যে এই মুহূর্তে দিল্লিতে করোনা পজিটিভের সংখ্যা ৬৬৯, যার মধ্যে ৪২৬ জনই নিজামুদ্দিন ফেরত। এদিকে, পূর্ব দিল্লিতে যে পরিবারগুলিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, তাদের উপর নজরদারির জন্য একটি টিম তৈরি করা হয়েছে। টিমের সদস্যরা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টস (PPE) নিয়ে সেসব এলাকায় সাফাইকাজও করেন।
Rapid testing for COVID19 will be started as soon as the testing kits arrive. Testing will be first done in the COVID19 hotspots in the city: Delhi Health Minister Satyendra Jain https://t.co/ALcjuaqGwh
— ANI (@ANI) April 9, 2020
মুম্বইয়ের মতো দিল্লির এই সমস্ত সংক্রামক এলাকাতেও বাড়ির বাইরে বেরলে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার সেই মর্মে ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কড়া বার্তা, প্রয়োজনে বাড়িতে মাস্ক তৈরি করতে তা ব্যবহার করতে হবে। কিন্তু মাস্ক ছাড়া কোনওভাবেই বেরনো যাবে না। নিয়ম মেনে চললে, তবেই করোনার কবল থেকে দ্রুত দেশের রাজধানীকে বের করে আনা সম্ভব বলে তিনি আশাবাদী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.