সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৬-তে যে বিতর্কের সূত্রপাত হয়, বছর দুই পরেও তা সমান ভাবে বর্তমান৷ কানহাইয়া কুমারকে কেন্দ্র করে সংবাদ শিরোনামে উঠে আসে যে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, ছাত্র সংসদের নির্বাচন ঘিরে আরও একবার বিতর্কের কেন্দ্রে সেই জেএনইউ ৷ আর এবার বিতর্ক উসকে দিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ৷ সরাসরি অভিযোগ করলেন, জেএনইউ-তে ‘ভারত বিরোধী’দের আখড়া তৈরি হয়েছে৷ দেশের বিরুদ্ধেই তাঁরা যুদ্ধ ঘোষণা করেছে৷ প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে জেএনইউ ইস্যুতে৷ রাফালে যুদ্ধবিমান কেনাবেচায় দুর্নীতির অভিযোগকে হাতিয়ার করে নির্মলার বিরুদ্ধে সরব হয়েছে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলি৷
They are waging a war against India. Their brochures say that. Such people leading the Jawaharlal Nehru University Students’ Union (JNUSU) or JNUSU members openly participating with such forces, you do not need to hesitate to say anti-India, therefor: Nirmala Sitharaman (18.918) pic.twitter.com/gPjjC1rJ72
— ANI (@ANI) September 18, 2018
[মুসলমানদের নিয়েই হবে হিন্দু রাষ্ট্র, সংঘের মঞ্চে ঘোষণা মোহন ভাগবতের]
গত কয়েক বছর ধরে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে বিতর্ক চলছে, তা নিয়ে হতাশা প্রকাশ করেন জেএনইউ-এর প্রাক্তন পড়ুয়া তথা বর্তমান প্রতিরক্ষামন্ত্রী৷ তিনি বলেন, মতাদর্শগতভাবে বিভেদ থাকতেই পারে, তবে দেশ-বিরোধী কাজ কখনই সমর্থণযোগ্য নয়৷ এরপরেই সরাসরি টেনে আনেন ওই বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ৷ রাখঢাক না করেই নির্মলা সীতারমণ বলেন, বাম-মনস্ক ছাত্র সংগঠনগুলি যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তা তাঁদের নির্বাচনী প্রচারপত্র থেকেই প্রমাণিত৷ এরাই ছাত্র সংসদ নির্বাচনে লড়েছে৷ এরাই আবার ছাত্র প্রতিনিধি হয়ে কাজ করবে৷ প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের পরেই, দানা বেঁধেছে জেএনইউ বিতর্ক৷ কেন্দ্রের বিরুদ্ধে পালটা তোপ দেগেছে বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনগুলি৷ রাফালে যুদ্ধবিমান নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনা করেছেন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি এন সাই বালাজি৷ নির্মলা সীতারমণকে প্রশ্ন করেন তিনি৷ জানতে চান, রাফালে যুদ্ধবিমান চুক্তি নিয়ে কেন বিস্তারিতভাবে সকলের প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী?
[এক ক্লিকেই হাতে মিলবে ‘নমো’র শার্ট, ঘড়ি ও টুপি]
টানটান লড়াইয়ের পর গত রবিবার দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের ফলাফল ঘোষণা হয়৷ সংসদে নিজেদের ক্ষমতা ধরে রাখে বামপন্থী ছাত্র সংগঠনগুলি। চারটি শীর্ষ আসনই তাঁদের দখলে যায়। দিল্লি বিশ্ববিদ্যালয়ে বিপুল সাফল্যের পর জেএনইউ-তেও জয় পাওয়ার বিষয়ে আশাবাদী ছিল গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি৷ কিন্তু ফলাফল ঘোষণার পর আশাহত হতে হয় তাঁদের৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.