সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রসঙ্গ ‘ভারত মাতা কি জয়’। অন্তরালে থেকেও সরাসরি বাকযুদ্ধ প্রাক্তন বনাম বর্তমান প্রধানমন্ত্রীর। সম্প্রতি নাম না করে বিজেপির জাতীয়তাবাদ নিয়ে প্রশ্ন তুলেছিলেন মনমোহন সিং (Manmohan Singh)। এবার তাঁকে জবাব দিলেন নরেন্দ্র মোদি। নাম না করে মনমোহনের উদ্দেশে মোদি বললেন, “আজকাল কিছু মানুষ ভারত মাতা কি জয় বললেও অস্বস্তি বোধ করছেন।”
সম্প্রতি জওহরলাল নেহেরু সংক্রান্ত একটি বই প্রকাশের অনুষ্ঠানে গিয়ে দেশজুড়ে বাড়তে থাকা উগ্রতা এবং জাতীয়তাবাদের নামে বাড়তে থাকা হিংসা নিয়ে সরব হন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহনের অভিযোগ ছিল, “আজকাল জাতীয়তাবাদ এবং ভারত মাতা কি জয় স্লোগানের অপব্যবহার করা হচ্ছে। এর আড়ালে সন্ত্রাস ছড়িয়ে ভারতকে একটি আবেগতাড়িত উগ্র ভাবনা হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে।”
মনমোহনের সেই বক্তব্যের পর বেশ কিছুদিন এ নিয়ে উচ্চবাচ্য করেননি গেরুয়া শিবিরের কোনও নেতা। মঙ্গলবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে মনমোহনের কটাক্ষের জবাব দিলেন খোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। দলের সাংসদদের উদ্দেশ্যে তিনি বলেন, “আজকাল দেখছি ভারত মাতা কি জয় বলতেও কারও কারও সমস্যা হচ্ছে। স্বাধীনতার সময় যেমন কারও কারও বন্দে মাতরম বলতে সমস্যা হতো। আজকাল তেমন ভারত মাতা কি জয় বলতে কারও কারও অস্বস্তি হচ্ছে। কিছু মানুষ আমেরিকায় গিয়ে নিজেদের আমেরিকান বলতে কুণ্ঠা বোধ করতেন না। অথচ, ভারতে এসে ভারত মাতা কি জয় বলতে হবে কেন? তা নিয়ে প্রশ্ন তোলেন।” অর্থাৎ, মনমোহনের পাশাপাশি প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকেও কাঠগড়ায় তুললেন তিনি। একসময় নেহেরু ‘বন্দে মাতরম’ গানটির কয়েকটি শব্দ নিয়ে আপত্তি জানিয়েছিলেন। এখানে সেই প্রসঙ্গ তুলেই খোঁচা দিয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী দল হিসেবেও কংগ্রেসকে আক্রমণ শানিয়েছেন। কংগ্রেসের উদ্দেশে তাঁর খোঁচা, “আমরা সেই দল যাঁরা দেশের জন্য কাজ করে চলেছি। আর কিছু দল তো নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য লড়াই করছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.