Advertisement
Advertisement

Breaking News

লাদাখে এই শীতেই অত্যাধুনিক ঘাঁটি পাচ্ছে ভারতীয় সেনা

ঠাণ্ডার হাত থেকে সেনাদের বাঁচাতে তৈরি হচ্ছে এই আধুনিক ঘাঁটি৷

Soldiers in Ladakh to get Centrally Heated Border Outposts by Next Winter
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 12, 2016 4:36 pm
  • Updated:September 12, 2016 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার হাজার ফুট উপরে সজাগ থাকেন তাঁরা৷ মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াসে, কনকনে ঠান্ডায় হাত-পা অবশ হয়ে আসে৷ তবুও কড়া নজর থাকে সীমান্তে৷ প্রাণ দিয়েও দেশকে সুরক্ষিত রাখেন ভারতীয় জওয়ানরা৷

২০১৫ সালে বরফের এই সাম্রাজ্যে ভারতীয় জওয়ানদের এই প্রাণপণ লড়াইয়ের সাক্ষী হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ তিন দিনের সফরে অনুভব করেছিলেন তাঁদের দৈনন্দিন জীবনের কষ্টকর অভিজ্ঞতাগুলি৷ সেই বছরই সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, অত্যাধুনিক সেনা-ঘাঁটি তৈরি করা হবে লাদাখের সেনাদের জন্য৷ যেখানে  থাকবে ‘সেন্ট্রালি হিটেড রুম’, ‘সোলার প্যানেলড রুফ’, ২৪ ঘণ্টা গরম জলের সরবরাহ এবং আলাদা বিনোদনের ব্যবস্থাযুক্ত ঘর৷

Advertisement

অত্যাধুনিক এই সেনা-ঘাঁটি তৈরির কাজ শুরু হয়েছে লাদাখের লুকুং উপত্যকা থেকে৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫,০০০ ফুট উচ্চতায় এই ঘাঁটি তৈরি করতে খরচ হবে প্রায় ১৭ কোটি টাকা৷ দুর্গম পাহাড়ি এলাকায় থাকা সমস্ত জওয়ানদের এই সুবিধা দিতে প্রতিরক্ষা মন্ত্রক ৭০০ থেকে ৮০০ কোটি টাকা খরচ করে বলেই জানা গিয়েছে৷ ঘাঁটি গুলির পরিকাঠামো ডিজাইন করবেন আইআইটি-রুরকি ও আইআইটি-দিল্লির ডিজাইনাররা৷ কাজ ঠিকঠাকভাবে এগোলে সামনের শীতেই তা ভারতীয় সেনার ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement