Advertisement
Advertisement

Breaking News

Gujarat

মেয়ের সম্মানরক্ষায় হত বাবা! বিএসএফ জওয়ানকে পিটিয়ে খুন গুজরাটে

খুনের মামলা দায়ের করেছে তদন্ত শুরু করেছে পুলিশ।

Soldier Lynched In Gujarat For Protesting Against Daughter's Obscene Video | Sangbad Pratidin
Published by: Monishankar Choudhury
  • Posted:December 27, 2022 8:36 am
  • Updated:December 27, 2022 8:36 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের সম্মানরক্ষায় প্রাণ দিতে হল বাবাকে! নৃশংসভাবে এক সেনা জওয়ানকে পিটিয়ে খুন করা হল গুজরাটে (Gujarat)। এই ঘটনাটি ঘটেছে খেড়া জেলার নাদিয়াদ এলাকায়। এই বিষয়ে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, কন্যার আপত্তিকর মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল ইন্টারনেটে। মেয়েরই এক সহপাঠী, ১৫ বছরেক কিশোর এই কাজ করেছে বলে আভিযোগ উঠে। এনিয়ে গত শনিবার নাদিয়াদ এলাকার চাকলাসি গ্রামে অভিযুক্তের বাড়িতে প্রতিবাদ জানাতে গিয়েছিলেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ান মেলজিভাই বাঘেলা। বদলে অভিযুক্তের পরিবারের সদস্যরা প্রকাশ্যেই পিটিয়ে মারে ওই জওয়ানকে। এই ঘটনায় একটি খুনের মামলা দায়ের করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

[আরও পড়ুন: গুজরাট উপকূলে আটক পাকিস্তানি নৌকা, উদ্ধার ৩০০ কেজি মাদক-সহ বিপুল বিস্ফোরক]

পুলিশ সূত্রে খবর, নিহত বিএসএফ (BSF) জওয়ানের মেয়ের সঙ্গে একই স্কুলে পড়ত অভিযুক্ত কিশোর। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে উঠেছিল। কিন্তু গোলমাল বাধে ওই কিশোর তার বন্ধুর আপত্তিকর অবস্থার একটি অশালীন ভিডিও অনলাইনে পোস্ট করায়। ক্ষিপ্ত জওয়ান এর পরই শনিবার রাতে তাঁর স্ত্রী, দুই ছেলে এবং ভাইপোকে নিয়ে হাজির হন কিশোরের বাড়িতে।আর সেখানেই আক্রান্ত হন তাঁরা। 

পুলিশের এফআইআরে বলা হয়েছে, দুই পরিবার মুখোমুখি হলে সেনাকর্মী এবং তাঁর পরিবারের সদস্যদের অপমানজনক কথা বলে আক্রমণ করেন অভিযুক্ত কিশোরের পরিবার। সেনাকর্মী তার প্রতিবাদ জানাতেই অভিযুক্তের পরিবার হামলা করে সেনাকর্মী এবং তাঁর পরিবারের উপর। হামলায় বিএসএফ জওয়ানের ছেলেও আহত হয়েছে বলে খবর। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২, ৩০৭, ৩২২, ৫০৪, ১৪৩, ১৪৭ ও ১৪৯ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তের পর এখনও পর্যন্ত সাতজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। 

[আরও পড়ুন: মনুসংহিতা পোড়ানোর হুমকি, ‘ভারতমাতা’ সম্পর্কে অসম্মানজনক মন্তব্য, গ্রেপ্তার অভিযুক্ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement