Advertisement
Advertisement
Jammu and Kashmir

কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ জওয়ান, চলছে তল্লাশি অভিযান

শনিবার সকাল থেকেই কুলগামে শুরু হয় তীব্র গুলির লড়াই।

Soldier Killed In Encounter In Jammu and Kashmir
Published by: Kishore Ghosh
  • Posted:July 6, 2024 5:18 pm
  • Updated:July 6, 2024 9:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গি দমন অভিযানে শহিদ হলেন এক সেনা জওয়ান। শনিবার সকালে উপত্যকার কুলগামে শুরু হয় তীব্র গুলির লড়াই। তখনই মৃত্যু হয়েছে ওই জওয়ানের। সাময়িকভাবে গুলির লড়াই বন্ধ থাকলেও জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে সেনা।

সেনা সূত্রে জানা গিয়েছে, কুলগাম জেলার মদেরগাম গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় সেনা। এর পরই শনিবার সকালে সিআরপিএফ জওয়ান এবং স্থানীয় পুলিশের যৌথবাহিনী অভিযান চালায়। সেনার আশঙ্কা সত্যি করে মদেরগামে ঢুকতেই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে লুকিয়ে থাকা জঙ্গিরা। শুরু ধুন্ধুমার গুলির লড়াই। তখনই এক সেনা জওয়ান গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন। পরে তাঁর মৃত্যু হয়।

Advertisement

 

[আরও পড়ুন: স্বামীর বিদায়ী ভাষণের সময় দামি পোশাকে অক্ষতা! নেটিজেনদের কটাক্ষের মুখে সুনাক জায়া]

কাশ্মীর পুলিশ শনিবার এক্স হ্যান্ডলে জঙ্গি অভিযানের কথা জানিয়েছে। ওই পোস্টে লেখা হয়, “কুলগামের মদেরগাম গ্রামে গুলির লড়াই শুরু হয়েছে। পুলিশ এবং সেনা তাদের কাজ করছে।” উল্লেখ্য, কুলগাম ছাড়াও দক্ষিণ কাশ্মীরের বিস্তীর্ণ অংশে ইদানীংকালে সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে গিয়েছে। ফলে এই অঞ্চলকে জঙ্গিদের প্রভাবমুক্ত করতে একের পর এক অভিযান চালাচছে সেনা। তেমনই এক অভিযানে প্রাণ খোয়াতে হল এক জওয়ানকে।

 

[আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল NEET-UG-র কাউন্সেলিং]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement