Advertisement
Advertisement

Breaking News

Kupwara

সীমান্তরেখায় ফের সক্রিয় পাকিস্তানের BAT! এনকাউন্টারে খতম পাক নাগরিক, শহিদ এক জওয়ান

সংঘর্ষে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর সেনা সূত্রে। আরও দুই পাক জঙ্গি কোনওক্রমে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে পালাতে সক্ষম হয়েছে।

Soldier dead, Army Major among 4 injured in encounter in J&K's Kupwara
Published by: Subhajit Mandal
  • Posted:July 27, 2024 2:18 pm
  • Updated:July 27, 2024 2:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের কুপওয়ারায় সীমান্তরেখা বরাবর ফের সেনা-জঙ্গি সংঘর্ষ। এনকাউন্টারে খতম এক পাক হামলাকারী। শহিদ হয়েছেন এক সেনা জওয়ানও। আরও চার সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর।

বছর সাতেক আগে কাশ্মীরের (Kashmir) কৃষ্ণঘাঁটি এলাকায় নৃশংসভাবে খুন করা হয়েছিল দুই ভারতীয় সেনার জওয়ানকে। সেখানেই শেষ নয়, মৃত দুই জওয়ানের মাথাগুলি পর্যন্ত কেটে নিয়ে যায় হামলাকারীরা। পরে জানা যায় সেই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল পাক সেনার বর্ডার অ্যাকশন টিম বা BAT। সেনা সূত্রের খবর সেই বর্ডার অ্যাকশন টিম ফের সক্রিয়। এই বর্ডার অ্যাকশন টিমে পাক সেনার আধিকারিকরা যেমন থাকেন, তেমনি থাকে জঙ্গিরা। পাক সেনা জঙ্গিদের ভারতের মাটিতে অনুপ্রবেশ করিয়ে পিছন থেকে অপারেট করে।

Advertisement

[আরও পড়ুন: নিম্নচাপের জের, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা]

শনিবার গোপন সূত্রে এই ধরনেরই অনুপ্রবেশের চেষ্টার খবর পান ভারতীয় সেনার আধিকারিকরা। দ্রুত সেখানে তল্লাশি অভিযান শুরু হয়। কিছুক্ষণ বাদেই পাক জঙ্গিদের সঙ্গে এনকান্টার শুরু হয় সেনার। সংঘর্ষে এক পাকিস্তানি জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর সেনা (Indian Army) সূত্রে। আরও দুই পাক জঙ্গি কোনওক্রমে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে পালাতে সক্ষম হয়েছে। ভারতের তরফে এক সেনা আধিকারিক শহিদ হয়েছেন। আরও ৪ জওয়ান আহত অবস্থায় চিকিৎসাধীন বলে খবর।

[আরও পড়ুন: ১৭ পুরসভায় ১ হাজার ৮৩৪টি অবৈধ নিয়োগ, CBI চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য]

উল্লেখ্য, দীর্ঘ কয়েক বছর ধরেই ভূস্বর্গে জঙ্গিদের অনুপ্রবেশ করানোর জন্য সংঘর্ষবিরতি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছোঁড়ে পাকিস্তান। কখনও কখনও আবার জঙ্গিদের সঙ্গে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিমের সদস্যরাও ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালায়। কিন্তু, প্রতিবারই তাদের খতম করেন ভারতীয় সেনা জওয়ানরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement