Advertisement
Advertisement

Breaking News

আগুনের ছোঁয়া লেগে দাউ দাউ করে জ্বলে উঠছে মাটি, ভাইরাল ভিডিও

কিন্তু কেন প্রকৃতির এই বিচিত্র আচরণ?

Soil ablaze due to chemical waste in Mysuru
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 17, 2017 1:40 pm
  • Updated:October 9, 2019 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাটি নাকি সব সয়ে নেয়৷ যে আগুন বিঘার পর বিঘা ফসল, ঘর-বাড়ি, বন, জঙ্গল, জীবন পুড়িয়ে ছারখার করে দেয়, সেই আগুনও মাটির কাছে এসে নিজের দাপট খুইয়ে সর্বস্বান্ত হয়ে নিস্তেজ হয়ে যায়৷ তাই যুগ-যুগান্তর ধরে মাটিকেই সহিষ্ণুতার প্রতীক হিসেবে মেনে এসেছে মানুষ৷ কিন্তু সহিষ্ণুতারও তো সীমা রয়েছে৷ সে সীমারেখা পেরলে তার মাশুল তো গুণতেই হবে৷ সহ্যের বাঁধ যখন ভাঙে তখনই ঘটে অঘটন৷ এমনই আভাস মিলল কর্নাটকে৷ যেখানে আগুনের সংস্পর্শে এসেই দাউদাউ করে জ্বলে উঠছে সহিষ্ণু মাটিও৷

[কাশ্মীরে সেনা জিপে বাঁধা বিক্ষোভকারী, সেনার পাশেই দাঁড়াল কেন্দ্র]

Advertisement

অবাক করা এই ঘটনা ঘটেছে কর্নাটকের মাইসুরুতে৷ যেখানে নীরিহ মাটির সংস্পর্শে আগুন আসা মাত্রই তা উঠছে জ্বলে৷ নিজের চোখেই দেখুন সেই ছবি৷

প্রকৃতির এই বিচিত্র আচরণে প্রথমে বেশ অবাকই হয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা৷ প্রথমে তাঁরা বুঝতেই পারছিলেন না কেন এমন স্বভাববিরুদ্ধ আচরণ করছে তাঁদের এতদিনের চেনা মাটি৷ খবর চাউর হতেই ছুটে আসেন বিশেষজ্ঞরা৷ মাটির নমুনা নিয়ে হয় পরীক্ষা-নীরিক্ষা৷ তারপর জানা যায় আসল সত্য৷ প্রকৃতির এই অদ্ভুত আচরণের নেপথ্যে রয়েছে মানুষের কাণ্ডকারখানাই৷

[রবিনার ‘মাতর’ নিয়ে কি সত্যিই অখুশি সেন্সর বোর্ড? জোর জল্পনা]

জানা গিয়েছে, এলাকার কাছেই রয়েছে একটি রাসায়নিক কারখানা৷ সেখান থেকেই দূষিত বর্জ্য পদার্থ এসে মিশছে এলাকার মাটিতে৷ দীর্ঘদিন ধরেই ছড়াচ্ছে এই দূষণ৷ যার ফলে মাটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে স্বভাব বিরুদ্ধ আচরণ করছে এবং আগুনের সংস্পর্শে এলেই জ্বলে উঠছে৷  গোটা ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এলাকার বাসিন্দারা৷ এর প্রতিকারের দাবি জানিয়েছেন তাঁরা৷ গোটা ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷

[প্রধানমন্ত্রীকে বিদ্রূপ শিব সেনার, তুলনা আলেকজান্ডার-নেপোলিয়নের সঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement