সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম তাঁর জিকরা। সোশাল মিডিয়ায় অহরহ দেখা যায় তাঁর ভিডিও। নিজেকে নিজেই নাম দিয়েছেন ‘লেডি ডন’। এবারের হোলি উৎসবের সময় বন্দুক হাতে ভিডিও করে ভাইরাল হওয়া তরুণীর নাম জড়িয়েছে দিল্লির এক কিশোরের হত্যাকাণ্ডের সঙ্গে। স্বাভাবিক ভাবেই নেট ভুবনের কৌতূহল- কে এই জিকরা?
দিল্লিরই অন্তর্গত সিলামপুরে পিস্তল হাতে দোলের সময় ঘুরে বেড়িয়েছিলেন জিকরা। অস্ত্র আইনে তখনই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেপ্তার হলেও সম্প্রতি জামিনও পেয়েছেন। কিন্তু এবার খুনের মামলাতেও নাম জড়িয়ে গিয়েছে ‘লেডি ডনে’র। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে কুখ্যাত গ্যাংস্টার হাসিম বাবার সঙ্গে একসময় প্রেম করতেন ওই তরুণী। বর্তমানে বাবার ঠাঁই হয়েছে গরাদের ওপারে। কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছিলেন জিকরা। সোশাল মিডিয়ায় রীতিমতো জনপ্রিয় তিনি। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ারের সংখ্যা ১৫ হাজার ৩০০! ক্যামেরার সামনে বন্দুক তাক করে ভিডিও বানানোয় গ্রেপ্তার হতে হয় তাঁকে। জিকরা সম্পর্কে তদন্তে নেমে পুলিশ এও জানতে পেরেছে, ১০-১৫ জনের একটা গ্যাং চালান জিকরা।
সম্প্রতি দিল্লিতে খুন হয়েছে এক কিশোর। তার বাবার অভিযোগ, জিকরা খুনের হুমকি দিয়েছিলেন তাঁর ছেলেকে। তাঁর কথায়, ”জেলে থাকার সময় জিকরা ঘুরে বেড়াত বন্দুক হাতে। আর বলত সুযোগ পেলেই আমার ছেলেকে মারবে।” এই পরিস্থিতিতে পুলিশ তদন্ত শুরু করেছে। যদিও জিকরা পলাতক। বেশ কয়েক বার জেল খাটা তরুণীকেই এখন খুঁজে বেড়াচ্ছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত অধরাই রয়েছেন ‘লেডি ডন’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.