Advertisement
Advertisement
Andhra Pradesh

সমাজমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্টে শতাধিক মামলা, গ্রেপ্তার ৩৯, বাকস্বাধীনতা নিয়ে প্রশ্ন অন্ধ্রে

'আপত্তিকর' পোস্টের অধিকাংশে আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর নাইডু, তাঁর স্ত্রী এবং ছেলেকে।

Social Media Crackdown In Andhra Pradesh 100 Cases Filed and 39 Arrested
Published by: Kishore Ghosh
  • Posted:November 14, 2024 11:44 am
  • Updated:November 14, 2024 12:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজমাধ্যমে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে লাগাতার আপত্তিকর পোস্ট, কুরুচিকর ভাষায় আক্রমণের অভিযোগ, এমনকী গোষ্ঠী বিবাদের উসকানি! এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সরকার। শতাধিক মামলার পাশাপাশি ৬৭টি আইনি নোটিস জারি করা হয়েছে বলে খবর। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ৩৯ জনকে। যদিও রাষ্ট্রের ধরপাকড়ে সাধারণ নাগরিকের বাকস্বাধীনতা হরণের প্রশ্ন উঠছে।

আপত্তিকর পোস্টগুলির অধিকাংশে আক্রমণ করা হয়েছে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুর স্ত্রী এবং ছেলে তথা রাজ্যের মন্ত্রী লোকেশকে। এছাড়াও আপত্তিকর পোস্ট করা হয়েছে উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের মেয়ে এবং প্রদেশ কংগ্রেস নেত্রী ওয়াই এস শর্মিলার নামেও। এদিকে টিডিপি মুখ্যমন্ত্রী তাঁর দলের সদস্যদের উসকানিমূলক পোস্টের প্রতিক্রিয়ায় সংযত থাকার নির্দেশ দিয়েছেন।

Advertisement

বিরোধী দল ওয়াইএসআরসিপির দাবি করেছে, দলীয় নেতাকর্মীরা ৬৫০টি নোটিস পেয়েছেন। ১৪৭টি মামলা দায়ের হয়েছে। ৪৯জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের নাগরিকদের বাকস্বাধীনতার প্রশ্ন তুলে বিরোধী নেতারা সরব হয়েছেন। বিরোধী নেতা তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির প্রশ্ন তুলেছেন, “চন্দ্রবাবু এবং তার দল টিডিপি ভোটের আগে দেওয়া ছয় প্রতিশ্রুতি পূরণ করেননি। আপনার বিরুদ্ধে ৪২০ মামলা হবে না কেন? আমরা প্রশ্ন তুললেই মামলা হবে, গ্রেপ্তারি চলবে।” রাষ্ট্রযন্ত্রের আগ্রাসনেও প্রতিবাদ থামবে না, জানিয়ে দিয়েছেন জগন মোহন। তাঁর হুঁশিয়ারি, “আমি, আমার দলের নেতাকর্মীরা, সোশ্যাল মিডিয়ার প্রতিবাদীরা আপনার বিরুদ্ধে পোস্ট করবেন।”

উল্লেখ্য, গতকালই সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রীর পবন কল্যাণের ‘বিকৃত’ ছবি পোস্ট করার অভিযোগে সমন পেয়েছেন চলচ্চিত্র পরিচালক রাম গোপাল ভার্মা। সাত দিনের তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। উত্তরে তদন্তে সহযোগিতা করবেন বলে জানিয়েছেন রাম গোপাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement