সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন বরফের রাজ্য। যেদিকেই চোখ যায় সেখানেই সাদা চাদর। কাশ্মীর-উত্তরাখণ্ড-হিমাচল প্রদেশ বা উত্তর সিকিমে এই ছবি হামেশাই দেখা যায়। কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার বরফে ঢাকল মরুরাজ্য রাজস্থান! সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।
রাজস্থানে কর্মরত এক আইএফএস অফিসার পরভিন কাসওয়ান শনিবার এক্স হ্যান্ডেলে কিছু ছবি, ভিডিও পোস্ট করেন। তাতেই দেখা গিয়েছে, বরফের সাদা চাদরে মুড়েছে বাড়ির ছাদ থেকে রাস্তা। চাষের খেত থেকে খোলা মাঠ। ভিডিওর সঙ্গে লেখা হয়েছে, ‘এটা কাশ্মীর নয়। এটা রাজস্থানের চুরু। যেখানে গরমে পারদ পৌঁছে যায় ৫০ ডিগ্রি। কী চরম আবহাওয়া!’
No this is not Kashmir. This is Churu of Rajasthan. Which sees upto 50 degree in summer. Such extreme weather !! pic.twitter.com/oUyIZlZpQo
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 1, 2025
আরও একটি ভিডিও পোস্ট করেছেন পরভিন কাসওয়ান। তাতে দেখা যাচ্ছে, বেলচা দিয়ে বাড়ির সামনে জমা বরফ সরানো হচ্ছে। লেখা হয়, ‘তুষারপাতের ছবিটা দেখুন। তবে কৃষকদের জন্য মানখারাপ করছে। যাঁরা আবহাওয়ার খামখেয়ালিপনার শিকার হচ্ছেন।’
Look at the ice rained from sky. My heart goes for the farmers who will face these vagaries of nature. pic.twitter.com/YBPKWoubed
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 1, 2025
ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। যেখানে বলা হয়েছে, সপ্তাহান্তে হঠাৎই বৃষ্টি ও তুষারপাত হতে পারে। যার দরুন রাজস্থানের শ্রীগনগনাগর, চুরু, কোটপুতলি-বেহরোর, বিকানের এবং আলওয়ারে চাষের ব্যাপক ক্ষতি হবে। পারদ নামতে পারে ২-৩ ডিগ্রি। জয়পুর ও ভরতপুরে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিন কয়েক বাদেই চড়বে পারদ। মার্চের মাঝামাঝি রাজস্থানে দাবদাহের সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওয়া অফিস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.