সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রবল তুষার ঝড়ের কবল থেকে ১২৭ জন পর্যটককে উদ্ধার করলেন ভারতীয় জওয়ানরা। অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের সেলা পাসের ঘটনা। তুষার ঝড়ে মৃত্যু হয়েছে এক বুলগেরিয়ান মহিলার। বাকিদের উদ্ধার করে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁদের প্রাথমিক শুশ্রুষা চলছে।
#IndianArmy rescues 127 tourists from snow blizzard at historic Se La in West Arunachal Pradesh last night https://t.co/uTcWikY5YY @adgpi pic.twitter.com/lPY6YPTvFf
— EasternCommand_IA (@easterncomd) March 19, 2017
শনিবার সেলা পাসে প্রবল তুষারঝড়ের কবলে পড়েন পর্যটকরা। প্রায় ২-৩ ফুট পুরু বরফের আস্তরণে ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। বন্ধ হয়ে যায় যাতায়াত ব্যবস্থা। এর ফলে আটকে পড়েন শতাধিক যাত্রী। শনিবার দুপুরের পর থেকেই উদ্ধার কাজে নামে সেনাবাহিনী। সেনার এক আধিকারিক জানিয়েছেন, অন্ধকারের মধ্যেই উদ্ধারকাজ শুরু করেন সেনারা। ১২৭ জন পর্যটককে এখনও পর্যন্ত উদ্ধার করা গিয়েছে। এঁদের মধ্যে পাঁচজন বিদেশি রয়েছেন। এদিকে বরফে পা হড়কে পড়ে গিয়ে মৃত্যু হয় এক বুলগেরিয়ান মহিলার। মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
Army rescued 127 tourists stuck in snow blizzard at Sela Pass near Tawang, Arunachal Pradesh in an operation that continued till last night pic.twitter.com/dTDg7B3NK8
— ANI (@ANI_news) March 19, 2017
#IndianArmy rescues 127 tourists from snow blizzard at historic Se La in West Arunachal Pradesh last night https://t.co/uTcWikY5YY @adgpi pic.twitter.com/lPY6YPTvFf
— EasternCommand_IA (@easterncomd) March 19, 2017
পর্যটকদের উদ্ধার করে আর্মি ট্রানজিট ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। প্রয়োজনীয় ওষুধ ও পরিষেবা দেওয়া হচ্ছে। তুষারঝড়ের কবলে আহিরগড়, সেলা, নুরানাঙ্গের বিস্তীর্ণ এলাকা। এর জেরে ব্যাহত হচ্ছে তেজপুর থেকে তাওয়াংগামী যান চলাচল।
Arunachal Pradesh: Army rescued 127 tourists stuck in snow blizzard at Sela Pass near Tawang in an op that continued till late last night. pic.twitter.com/7h8Lzs707c
— ANI (@ANI_news) March 19, 2017
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.