Advertisement
Advertisement
Garib Rath Express

আপার বার্থে লেজ ঝুলিয়ে সফরের আনন্দ নিচ্ছে সাপ! হুলুস্থুল কাণ্ড চলন্ত ট্রেনে

সাপ-মানুষের এমন সহাবস্থানের ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে রেল।

Snake spotted inside Jabalpur-Mumbai Garib Rath Express, passengers panic
Published by: Amit Kumar Das
  • Posted:September 23, 2024 5:07 pm
  • Updated:September 23, 2024 5:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় রেলে ইঁদুর, আরশোলার অভিযোগ নতুন নয়। দু’এক ধাপ এগিয়ে ট্রেনের বার্থে ছারপোকার অভিযোগও উঠেছে। এবার সে সব অভিযোগও নিমেষে ফিকে হয়ে গেল, যখন দেখা গেল, মানুষের সঙ্গেই বিনা টিকিটে আরামে সফর করছে আস্ত সাপ। ট্রেনের আপার বার্থে মানুষের সঙ্গে সাপের এমন সহাবস্থানের ভিডিও প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠল রেলের যাত্রী সুরক্ষা নিয়ে।

জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের জব্বলপুর থেকে মুম্বইগামী গরিবরথ এক্সপ্রেসের। এসি কামরার ভেন্টে লুকিয়ে ছিল সাপটি। এর পর মানুষের সাড়া পেয়েই বেরিয়ে আসে সে। কাসারা স্টেশন পার হওয়ার পর হঠাৎ বিষয়টি লক্ষ্য করেন এক যাত্রী। সঙ্গে সঙ্গে ট্রেনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া রেল আধিকারিকদের। এর পর সংশ্লিষ্ট কামরার যাত্রীদের অন্য কামরায় নিয়ে যাওয়া হয়। এবং যে কামরায় সাপটিকে দেখা গিয়েছিল সেটি বন্ধ করে দেওয়া হয়। তবে তাতেও আতঙ্ক কমেনি। শেষে বনকর্মীদের ডেকে সাপটিকে উদ্ধার করা হয়। যাত্রীরা সকলে নিরাপদ রয়েছেন বলে জানানো হয়েছে রেলের তরফে।

Advertisement

এদিকে ট্রেনের কামরার ভয়াবহ সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, ট্রেনের সাইড আপার বার্থে একটি লোহার হ্যান্ডেল জড়িয়ে রয়েছে লম্বা লিকলিকে একটি সাপট। ট্রেনের দুলুনিতে দুলতে দুলতে মুখ বাড়িয়ে সিলিং ছোঁয়ার চেষ্টা করছে সেটি। রেলের এসি কামরায় বিশাল সেই সাপ দেখে মুহূর্তে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। পাশের আসনে যিনি বসে ছিলেন চোখের সামনে সাপ দেখে পড়িমড়ি করে দৌড় দেন তিনি। বাকি যাত্রীদেরও একই দশা হয়। কেউ কেউ আবার সাপের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই ঘটনা ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিওই ভাইরাল হয় সোশাল মিডিয়ায়।

ভিডিও প্রকাশ্যে আসতেই সেই ভিডিওতে মজার মজার কমেন্ট করতে দেখা গিয়েছে নেটিজেনদের। কেউ লিখেছেন, ‘টিকিট ছাড়াই ও ট্রেনে চড়েছে। টকিট চেকারের অবিলম্বে ফাইন নেওয়া উচিৎ।’ কারও মতে, ‘এমনিতে ভারতীয় রেলের যাত্রী সুরক্ষার হাল তলানিতে, তার মাঝে এ এক নতুন ভয়ের উদ্ভব হল।’ কেউ লিখেছেন, ‘সাপটি বড় গরিব কিন্তু ট্রেনে সফর করার ইচ্ছে। কী আর করা যাবে?’

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement