Advertisement
Advertisement

Breaking News

শুধু অফিস সাজাতেই স্মৃতির খরচ ৭০ লক্ষ!

জানা যাচ্ছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন শুধু স্মৃতি ইরানিই অফিস সাজাতে খরচ করেছিলেন প্রায় সত্তর লক্ষ টাকা৷

 Smriti Irani spent Rs 70 lakh on office decor
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 7, 2016 10:04 am
  • Updated:September 7, 2016 10:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রীর অফিস৷ তাই একটু চাকচিক্য থাকা স্বাভাবিক৷ আর তা করতে গিয়েই সরকারি কোষাগার থেকে গচ্চা গিয়েছে কোটি কোটি টাকা৷ জানা যাচ্ছে, মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন শুধু স্মৃতি ইরানিই অফিস সাজাতে খরচ করেছিলেন প্রায় সত্তর লক্ষ টাকা৷

সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে উঠে এল এই ব্যয়ের অঙ্ক৷ জানতে চাওয়া হয়েছিল, কেন্দ্রীয় মন্ত্রীদের অফিস মেরামতি ও সাজানো বাবদ সরকারি ব্যয়ের পরিমাণ৷ তাতে দেখা যাচ্ছে, মোদি সরকারের গুরুত্বপূর্ণ চার মন্ত্রীর অফিস-বাবদ তেমন কোনও ব্যয় নেই বললেই চলে৷ এঁরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ এবং অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ কিন্তু উল্টোদিকে খরচের প্রায় বন্যা দেখা দিয়েছে কোনও কোনও মন্ত্রীর অফিস তৈরির ক্ষেত্রে৷ যেমন স্মৃতি ইরানি৷ বর্তমানে তিনি বস্ত্রমন্ত্রকের দায়িত্বে৷ তবে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকে থাকাকালীন অফিস মেরামতিতে খরচ হয়েছিল প্রায় ১.১৬ কোটি টাকা৷ যার মধ্যে অফিস সাজানোরই খরচ ছিল শুধু ৭০ লক্ষ টাকা৷ কাচের দেওয়াল, কাঠের মেঝে এবং কনফারেন্স রুম তৈরি করতেই ব্যয় বেশি হয়েছিল বলেও জানা যাচ্ছে৷ কিন্তু কেন স্রেফ অফিসের পিছনে এত টাকা খরচ করতে হল সরকারকে, তা নিয়ে অবশ্য কোনও সদুত্তর দিতে পারেনি মন্ত্রক৷

Advertisement

শুধু স্মৃতিই নন, খরুচের তালিকায় আছেন বেশ কয়েকজন মন্ত্রী৷ সাধারণ নিয়ম অনুযায়ী মন্ত্রীদের অফিসে আসবাব ইত্যাদির জন্য বরাদ্দ ২ লক্ষ টাকা এবং বৈদ্যুতিক কাজকর্মের জন্য বরাদ্দ ১ লক্ষ টাকা৷ তবে কোনও কোনও মন্ত্রীর ক্ষেত্রে এ নিয়ম যে হালে পানি পায়নি, তা স্মৃতির অফিস সাজানোর খরচের অঙ্কই প্রমাণ করছে৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement