সংবদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে লাগামহীন সন্ত্রাসের অভিযোগ। হিংসার বলি অন্তত ১৯। আর তা নিয়েই এবার বাংলার শাসক দলকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শুধু তৃণমূলকে তুলোধোনাই নয়, বঙ্গভোটের রক্তাক্ত পরিস্থিতি নিয়ে স্মৃতি প্রশ্ন ছুঁড়ে দিলেন রাহুল গান্ধীর দিকেও।
শনিবার বাংলায় পঞ্চায়েত ভোটে উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদ, কোচবিহার, বাসন্তী-সহ বিভিন্ন জেলার একাধিক এলাকা। মুড়ি-মুড়কির মতো হয়েছে বোমাবাজি, চলেছে গুলি। আর এই অশান্তির জন্য একে অন্যের দিকে দায় ঠেলার রাজনীতি চলছে। তৃণমূল বলছে কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থ। আবার কেন্দ্রীয় বাহিনীর তরফে কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে। কমিশন আবার তুলে ধরছে রাজ্য সরকারের ব্যর্থতা। কিন্তু এই টানাপোড়েনের মাঝে অনেকগুলি প্রাণহানি ঘটে গিয়েছে। যদিও কমিশনের তরফে মৃতের সংখ্যা দশ বলা হয়েছে। আর এই আবহেই এবার রাহুল গান্ধীকে (Rahul Gandhi) নিশানা করলেন স্মৃতি।
আসলে চব্বিশের লোকসভায় বিজেপির বিরুদ্ধে ঐক্য়বদ্ধ জোটের পথে হাঁটার ডাক দিয়েছে বিরোধীরা। যেখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে তৃণমূল কংগ্রেসও। পাটনায় বিরোধীদের বৈঠকেও একসঙ্গে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাহুলকে। কেন্দ্রে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে ঐক্যবদ্ধ হওয়ার ডাক। আর পঞ্চায়েত অশান্তির আবহে এই জোট নিয়েই রাহুলকে খোঁচা দিয়েছেন স্মৃতি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে গিয়ে কত মানুষ প্রাণ হারালেন। গোটা দেশ পঞ্চায়েতে বাংলার ভয়ংকর ছবিটা দেখল। আর এই তৃণমূলের সঙ্গেই হাত মেলাচ্ছে কংগ্রেস।”
এরপরই কংগ্রেস নেতা রাহুলের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন স্মৃতি (Smriti Irani)। জানতে চান, “যারা বাংলায় তাণ্ডব চালাচ্ছে, তাদের সঙ্গে হাত মেলানোর বিষয়টা মেনে নিতে পারবে তো গান্ধী পরিবার? মৃত্যুর এই খেলা মেনে নিচ্ছেন রাহুল গান্ধী?” যদিও এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি সোনিয়াপুত্র। তবে পঞ্চায়েত ভোটকে হাতিয়ার করেই চব্বিশের জোটে চিড় ধরানোর মঞ্চটা যেন সাজাতে শুরু করে দিল মোদি সরকার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.