সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও আতঙ্ক ছিল৷ আইইডি বিস্ফোরণ, গুলির লড়াইয়ের চোখরাঙানিকে অগ্রাহ্য করে গণতন্ত্রের উৎসবে মাতলেন ছত্তিশগড়ের ৩১ লক্ষ ভোটার৷ তবে, কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ পর্ব শুরু হলেও কিছুই এড়ানো গেল না মৃত্যু৷ নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ে বিজাপুরে হত পাঁচ মাওবাদী৷ পালটা গুলিতে জখম দুই কোবরা জওয়ান৷
প্রবল উত্তেজনার মধ্য দিয়ে সোমবার সকালে মাওবাদী অধ্যুষিত বস্তার ডিভিশনের ১২টি আসন-সহ ১৮টি কেন্দ্রে প্রথম দফার ভোট শুরু হয়৷ বিক্ষিপ্ত অশান্তির আবহে দুপুর ৩টে পর্যন্ত ছত্তিশগড় বিধানসভা ভোটের প্রথম দফায় ভোট পড়ে ৪৭.১৮ শতাংশ৷ প্রথম দফায় ১৯০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেন ৩১ লক্ষ ভোটার৷
সোমবার ভোটগ্রহণ শুরু হতে না হতেই মাও অধ্যুষিত ছত্তিশগড়ের কল্যাণকোটে ভোটকেন্দ্রের অদূরে আইইডি বিস্ফোরণ হয়৷ সুকমার বিজাপুরের বৈরামগড় থানার দয়ারাপাড়া ভোট কেন্দ্রের পাশ থেকে তিনটি আইইডি বিস্ফোরক উদ্ধার করে কেন্দ্রীয় বাহিনী। তার জেরে বুথে ভোট দিতে আসা ভোটারদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়৷ সিআরপিএফের বম্ব স্কোয়াডগুলি নিষ্ক্রিয় করার চেষ্টা শুরু করে৷ ভোট চলাকালীন বিজাপুরে মাওবাদীদের সঙ্গে দীর্ঘসময় ধরে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই চলতে থাকে৷ সেনার গুলিতে খতম হয় পাঁচ মাওবাদীর৷ পালটা হামলায় গুরুতর আহত হন দুই কোবরা জওয়ান৷ পরে, ভোটগ্রহণ ব্যবস্থা সচল রাখতে শুরু হয় সেনা তল্লাশি৷ আকাশপথেও চলতে থাকে নজরদারি৷
ভোটার তালিকায় নাম না থাকায় ও ইভিএমের সমস্যা দেখা দেওয়ায় জগদলপুরের গান্ধিনগর ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা৷ পরে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ৷ সোমবার চূড়ান্ত উত্তেজনার মধ্যে দান্তেওয়াড়ার গিদামে শুরু হয় ভোটগ্রহণ পর্ব৷ ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা৷ মাওবাদীদের আতঙ্ক কাটিয়ে দান্তেওয়াড়ার গিদামে ভোট দেন বেশ কয়েকজন দৃষ্টিহীন ভোটার৷ গণতন্ত্রের উৎসবে সামিল হন ১০০ বছর বয়সী এক বৃদ্ধাও৷ এদিন ভোট শুরুর পর টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ লেখেন, ‘‘ছত্তিশগড়ে প্রথম দফার নির্বাচনে আমি সবাইকে ভোটদান করতে অনুরোধ করছি৷ গণতন্ত্রের মহাপর্বে উৎসাহের সঙ্গে ভোট দিন৷’’
छत्तीसगढ़ में मतदान का आज पहला चरण है। सभी मतदाताओं से मेरा आग्रह है कि वे पूरे उत्साह के साथ लोकतंत्र के महापर्व में अवश्य भाग लें और भारी संख्या में मतदान करें।
— Narendra Modi (@narendramodi) November 12, 2018
[ছত্তিশগড়ে প্রথম দফার ভোটে মাওবাদী হামলা, আহত ২ কোবরা জওয়ান]
এদিন ভোটগ্রহণকে কেন্দ্র করে ছত্তিশগড়ের ১৮টি কেন্দ্রে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়৷ কড়া নিরাপত্তার মধ্যে ১৬ হাজার ৫০০জন ভোটকর্মী ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়৷ প্রায় এক হাজার ভোটকর্মীকে এদিন আকাশ পথে ভোটগ্রহণ কেন্দ্রে পাঠানো হয়৷ আকাশপথে নজরদারির পাশাপাশি ভারতীয় বায়ুসেনার বিশেষ চপার ব্যবহার করা হয়৷ ৩১ লক্ষ ভোটার নিরাপত্তার জন্য ৬৫০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয় এদিন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.