Advertisement
Advertisement
Mukhtar Ansari

খাবারে বিষ মিশিয়ে ‘খুন’ মুখতার আনসারিকে! যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক গ্যাংস্টারের পরিবার

বিধায়কের মৃত্যুর তদন্ত হোক, চাইছেন মায়াবতী, তেজস্বী যাদব, আসাদউদ্দিন ওয়েইসিরাও।

Slow poisoning charge after Mukhtar Ansari's death, calls for probe

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:March 29, 2024 9:43 am
  • Updated:March 29, 2024 9:43 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাভাবিক মৃত্যু নয়। স্লো পয়জনের মাধ্যমে খুন করা হয়েছে গ্যাংস্টার রাজনীতিবিদ মুখতার আনসারিকে। বিস্ফোরক অভিযোগ সদ্যপ্রয়াত বিধায়কের পরিবারের। মুখতারের ভাই আফজল আনসারি অভিযোগ করেছেন, এক বার নয়, একাধিকবার স্লো পয়জন দেওয়া হয়েছে তাঁর দাদাকে।

বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গ্যাংস্টার-রাজনীতিবিদ মুখতার আনসারির (Mukhtar Ansari)। সন্ধ্যায় আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। বিকেলের খাওয়া শেষের পর থেকেই তিনি বমি করতে থাকেন। প্রাথমিক ভাবে চিকিৎসকরা জেলের ভিতরেই চিকিৎসা শুরু করেন। শেষপর্যন্ত অসুস্থতা বাড়লে ডাক পড়ে চিকিৎসকদের। ৮টা ২৫ নাগাদ মুখতারকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে চিকিৎসা করছিল ৯ চিকিৎসকের এক দল। কিন্তু শেষপর্যন্ত হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন :‘সিগারেট আর মদে ডুবে অধঃপতন বাঙালির’, বিতর্কিত মন্তব্য মোদির উপদেষ্টার, পালটা তৃণমূলের]

দিন দুই আগেই আনসারি দাবি করেছিলেন জেলের মধ্যেই তাঁকে ‘স্লো পয়জন’-এর মাধ্যমে হত্যার ষড়যন্ত্র চলছে। এর পরই আনসারির হঠাৎ অসুস্থতায় রীতিমতো শোরগোল শুরু হয়ে যায় যোগীরাজ্যে। দুদিনের মধ্যেই মৃত্যু হল কুখ্যাত গ্যাংস্টারের। স্বাভাবিক ভাবেই মুখতারের পরিবার কাঠগড়ায় তুলছে যোগী সরকারকে। তাঁদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশে জেলেই স্লো পয়জন দিয়ে খুন করা হচ্ছে মুখতারকে।

[আরও পড়ুন : বিজেপিতে রচনার প্রাক্তন স্বামী, দিল্লির সদর দপ্তরে আনুষ্ঠানিক যোগদান]

মুখতারের ভাই আফজল আনসারি (Mukhtar Ansari) বলছেন,”মুখতার বলেছিল ওকে জেলে বিষ মেশানো খাবার দেওয়া হচ্ছে। এটা দ্বিতীয়বার হয়েছে। ৪০ দিন আগেও একবার এরকম হয়। গত ১৯ মার্চ ফের ওকে স্লো পয়জন দেওয়া হয়েছে। আমরা এটা নিয়ে আদালতে যাব। বিচারবিভাগের উপর আমাদের পূর্ণ আস্থা আছে।” মুখতারের পরিবারের এই অভিযোগ যে একেবারে ফেলনা নয়, সেটা বুঝিয়ে দিয়েছেন একাধিক বিরোধী নেতা। গ্যাংস্টার-বিধায়কের মৃত্যুর তদন্ত হোক, চাইছেন মায়াবতী, তেজস্বী যাদব, আসাদউদ্দিন ওয়েইসিরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement