সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উরনের সশস্ত্র দুই সন্দেহভাজন ব্যাক্তির স্কেচ প্রকাশ করল মুম্বই পুলিশ৷ দুই স্কুল পড়ুয়ার বয়ানের ভিত্তিতেই এই স্কেচ তৈরি করা হয়েছে৷ আজও বাণিজ্যনগরীতে জারি হাই অ্যালার্ট৷ দু’দিনের জন্য বন্ধ রাখা হয়েছে উরনের সমস্ত স্কুল৷ অফিস-আদালতে যাত্রীদেরও কড়া নিরপত্তার মধ্যেই যাতায়াত করতে হচ্ছে৷
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ মুম্বইয়ের রায়গড়ের এই বন্দর এলাকায় নৌসেনার ছাউনির কাছে সশস্ত্র অবস্থায় ৫জন ব্যক্তিকে কালো পোশাকে ঘুরে বেড়াতে দেখে দুই স্কুল পড়ুয়া৷ সন্দেহ হওয়ায় সঙ্গে সঙ্গে স্কুলের প্রিন্সিপালকে ফোনে খবর দেয় তারা৷ স্কুলের তরফে পুলিশকে খবর দেওয়া হয়৷
তারপর থেকেই উরনের পাশাপাশি লাল সতর্কতা জারি করা হয়েছে গোটা মহারাষ্ট্রে৷ জঙ্গিদের স্কেচ ইতিমধ্যেই বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছে৷ মুম্বই পুলিশ, এনএসজি, এটিএস ও নৌসেনা একযোগে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে গোটা রাজ্য৷ আকাশপথেও নজরদারি চলছে৷ সৈকত এলাকাগুলিতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে৷
পুলিশ সূত্রে খবর, একজন পড়ুয়া জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিরা নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছিল৷ তাদের ভাষা বোঝা না গেলেও ‘ONGC’ ও ‘স্কুল’ এই দু’টি শব্দ শুনতে পেয়েছিল সে৷ প্রসঙ্গত, উরনে রাজ্য সরকার দ্বারা পরিচালিত একটি ONGC প্লান্ট রয়েছে৷ পড়ুয়ার বয়ানের ভিত্তিতে বাড়িয়ে দেওয়া হয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.