Advertisement
Advertisement

কাশ্মীরে বড় সাফল্য সেনার, জওয়ানদের গুলিতে খতম ৬ জঙ্গি

এখনও চলছে তল্লাশি।

Six Terrorists Killed In Encounter
Published by: Bishakha Pal
  • Posted:November 23, 2018 9:01 am
  • Updated:November 23, 2018 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় জওয়ানদের গুলিতে খতম হল ছয় সন্ত্রাসবাদী। শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে তল্লাশি শুরু করে ভারতীয় সেনা। তখনই ঘটনাটি ঘটে। তবে ভারতীয় সেনার কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র।

জম্মু ও কাশ্মীরে বেশ কয়েক মাস ধরেই সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। শুক্রবার সকালে শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে তল্লাশি অভিযান শুরু করেন ভারতীয় জওয়ানরা। তাদের কাছে খবর ছিল বিজবেহারা জঙ্গলে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী আস্তানা গেড়েছে। তাদের পাকড়াও করার জন্যই অভিযান শুরু করেন জওয়ানরা। তাঁদের সঙ্গে ছিল জম্মু ও কাশ্মীরের পুলিশও। তবে অন্যবারের মতো এবার খুব বেশি সময় জঙ্গিদের জন্য অপেক্ষা করতে হয়নি। জঙ্গলে ঢোকার পরই যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চলে জওয়ান ও পুলিশের দিক থেকেও। তাতেই ছয় জঙ্গি খতম হয়। তল্লাশি অভিযান এখনও চলছে।

Advertisement

মাত্র তিন দিন আগে ভারতীয় সেনার গুলিতে খতম হয় চার জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সোপিয়ানে তল্লাশি শুরু করেন জওয়ানরা। তাদের কাছে খবর ছিল সোপিয়ানের একটি গ্রামে লুকিয়ে আছে কয়েকজন সন্ত্রাসবাদী। সেই খবরের উপর ভিত্তি করে তল্লাশি শুরু হয়। ওই গ্রামে যখন সেনা হানা দেয় তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পালটা গুলি চালান জওয়ানরাও। তাতে চার জঙ্গি খতম হয়। খতম হওয়া ওই জঙ্গিরা কোন সংগঠনের তা এখনও জানা যায়নি৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র উদ্ধার করে ভারতীয় সেনা৷ তবে জঙ্গিদের আক্রমণে ভারতীয় সেনার এক জওয়ান গুরুতর জখম হন৷ গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিছুক্ষণ চিকিৎসার পর মারা যান ওই জওয়ান৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement