Advertisement
Advertisement

পুলিশের গুলিতে ছত্তিশগড়ে নিহত ৬ মাওবাদী

মাও দমনে বড়সড় সাফল্য...

Six naxals killed in Chhattisgarh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 19, 2016 3:47 pm
  • Updated:November 19, 2016 3:47 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছত্তিশগড়ের নারায়নপুর জেলার বেচার জঙ্গলে পুলিশের গুলিতে নিহত অন্তত ছয় মাওবাদী৷ মাও ডেরা থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র৷ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও অধাসেনার যৌথ বাহিনী মাওবাদীদের ডেরায় হানা দেয়৷ পুলিশকে দেখেই পাল্টা তীব্র গুলিবর্ষণ করে মাওবাদীরা৷ যৌথ বাহিনীর গুলিতে ছয় মাওবাদী প্রাণ হারায়৷

নারায়নপুরের এসপি অভিষেক মিনা শনিবার জানিয়েছেন, মাওবাদী দমনে বড়সড় সাফল্য পাওয়া গিয়েছে এবছর৷ পুলিশের গুলিতে অন্তত ছয় মাওবাদী মারা গেলেও পাঁচজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ উদ্ধার হয়েছে ১২ বোরের তিনটি রাইফেল, ৩১৫ বোরের একটি রাইফেল-সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক৷ অন্যদিকে, ওড়িশা থেকে খবর মিলেছে, এদিন ১০০ জনেরও বেশি মাও সমর্থক মালকানগিরি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement