সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহিলা যাত্রীদের জন্য বছর শেষে সুখবর দিল ভারতীয় রেল৷ দূরপাল্লার যাত্রায় মহিলাদের যাতে কোনও রকম সমস্যায় না পড়তে হয়, সেদিকে নজর রেখেই রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ মহিলা যাত্রীদের নিরাপত্তার উপর গুরুত্ব দিয়ে রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, আগামী অর্থবর্ষ থেকে রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসের থার্ড এসি কোচের প্রতিটিতে ছ’টি করে আসন মহিলাদের জন্য নির্দিষ্ট থাকবে৷ প্রবীণ নাগরিকদের পাশাপাশি সংরক্ষণের আওতায় থেকে লোয়ার বার্থের দাবিদার হবেন মহিলা যাত্রীরা৷
তবে, শুধুমাত্র রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসই নয়, ওই একই নির্দেশে সমস্ত বাতানুকূল দূরপাল্লার মেল বা এক্সপ্রেস ট্রেনে সংরক্ষণের সুবিধা পাবেন মহিলা যাত্রীরা৷ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যেকোনও দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনের স্লিপার কোচে মহিলাদের জন্য ছ’টি আসন সংরক্ষিত থাকে৷ এক্সপ্রেসের থার্ড এসি কোচেও ওই একই সংখ্যক সংরক্ষিত আসনের সুবিধা পান মহিলা যাত্রীরা৷ সমস্ত দূরপাল্লার মেল ও এক্সপ্রেস ট্রেনে ‘কম্বাইন্ড ক্যাটেগরি’তে স্লিপার ক্লাসের প্রতি কোচে ছ’টি ও এসি টু ও এসি থ্রি ক্লাসের প্রতিটি কোচে তিনটি করে আসন সংরক্ষিত থাকে৷
[বড় সাফল্য মোদি সরকারের, ভারতের হাতে কপ্টার কেলেঙ্কারির দালাল]
এতদিন বিশেষ সংরক্ষণ বা ‘কম্বাইন্ড’ ক্যাটেগরির আওতায় পড়তেন শুধুমাত্র প্রবীণ নাগরিক, ৪৫ বছর ও তার বেশি বয়সের মহিলা যাত্রী ও গর্ভবতী মহিলা যাত্রীরা৷ এই তিন শ্রেণির যাত্রীদের জন্য আসন সংরক্ষণ করে রাখা হত৷ রাজধানী ও দুরন্ত এক্সপ্রেসেও লোয়ার বার্থ সংরক্ষিত থাকত ‘কম্বাইন্ড’ ক্যাটেগরিতে৷ তবে, এখন থেকে সেই ‘কম্বাইন্ড’ ক্যাটেগরির সঙ্গে বাড়তি সংরক্ষণের সুবিধা পাবেন মহিলা যাত্রীরা৷
[বাবাকে খুন করে মেয়েকে ধর্ষণ, অপমানে আত্মঘাতী নির্যাতিতা]
রেলমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, নয় নির্দেশ কার্যকর হলে এখন থেকে কোনওরকম শর্ত ছাড়াই মহিলা যাত্রীরা সংরক্ষণের তালিকায় পড়বেন৷ অর্থাৎ মহিলাদের বয়স, তাঁরা একা যাচ্ছেন, নাকি কোনও দলের সঙ্গে যাত্রা করছেন কি না, তা বিবেচনা না করেই সংরক্ষণের তালিকায় ফেলে দেওয়া হবে৷ যাতে যাত্রী নিরাপত্তায় কোনও রকম ফাঁক না থাকে৷ তবে, আপাতত বাতানুকূল দূরপাল্লার মেল বা এক্সপ্রেস ট্রেনে সংরক্ষণের সুবিধা পাওয়া গেলেও ধাপে ধাপে তা সাধারণ সংরক্ষিত কোচের জন্য হতে পারে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.