Advertisement
Advertisement
দুর্ঘটনা

চলন্ত বাসে ঠেকল হাইটেনশনের তার, বিদুৎপৃষ্ট হয়ে মৃত কমপক্ষে ৬

বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার জন্যই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

Six Electrocuted After Bus Touches Live Wire On Odisha Road
Published by: Soumya Mukherjee
  • Posted:February 9, 2020 5:10 pm
  • Updated:February 9, 2020 5:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলন্ত বাসে হাইটেনশনের তার ঠেকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। এর জেরে মৃত্যু হল কমপক্ষে ৬ জনের। জখম হয়েছেন আরও ৪০ জন যাত্রী। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার গঞ্জাম জেলার গোলানথারা কাছে অবস্থিত মেলাপাটারু এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের একজনের আর্শীবাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। তাই একটি বেসরকারি বাস ভাড়া করে তেলগু সম্প্রদায়ের ৫০ জন মানুষ তাকালাপাদু এলাকা থেকে তিকালাদায় যাচ্ছিলেন। মেলাপাটারু এলাকা দিয়ে যাওয়ার সময় আচমকা রাস্তার ওপরে থাকা হাইটেনশনের তারে ঠেকে যায় বাসটির ওপরের অংশ। এর ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় পাঁচজন যাত্রীর। গুরুতর জখম হন আরও ৪০ জন।

[আরও পড়ুন: দিল্লিতে ইভিএম-বিকৃতির অভিযোগ আপের, স্ট্রং রুমের বাইরে পাহারায় কর্মীরা ]

 

বিষয়টি দেখতে পেয়ে দৌড়ে আসেন স্থানীয়রা। তারপর জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাইটেনশেন লাইন থেকে বিদ্যুৎ সংযোগও ছিন্ন করা হয়। পরে হাসপাতালে ভরতি থাকাকালীন আরও একজনের মৃত্যু হয়। বিষয়টিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সড়ক কর্তৃপক্ষ ও বিদ্যুৎ দপ্তরের উদাসীনতার ফলে এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠছে।

[আরও পড়ুন: রাজস্থানে CAA ইস্যুতে কংগ্রেসে কোন্দল, প্রকাশ্যে স্পিকার-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব ]

 

এপ্রসঙ্গে বেহরামপুরের SP পিনাকী মিশ্র জানান, মর্মান্তিক এই দুর্ঘটনার কথা শোনার পরেই প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থলে গিয়েছেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরকে নিয়ে রবিবার দুপুরে একটি পর্যালোচনা বৈঠকও করা হয়েছে। পুলিশের তরফে একটি মামলা দায়ের করার পাশাপাশি তদন্তও শুরু হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement