Advertisement
Advertisement

আমলা পদে সংঘের লোক ঢোকাতেই সরকারের বিজ্ঞাপন, প্রশ্ন সীতারামের

ইউপিএসসি পরীক্ষা না দিয়েও আমলা হওয়ার পথ খুলে দিয়েছে মোদি সরকার৷

Sitaram Yechury Slams Govt. for lateral entry IAS officers
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2018 9:01 pm
  • Updated:June 10, 2018 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিএসসি পরীক্ষা না দিয়েও কেউ আমলা পদে যোগ দিতে পারেন৷ সে দরজা খুলে দিয়েছে সরকার৷ রীতিমতো বিজ্ঞাপন দিয়ে যুগ্ম সচিব মর্যাদার পদে ল্যাটারাল এন্ট্রির পথ প্রশস্ত করে দিয়েছে মোদি সরকার৷ আর সে কারণেই তোপ দাগলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তাঁর প্রশ্ন, আমলা পদে সংঘের লোক ঢোকাতেই কি মোদির এই সিদ্ধান্ত?

[  লালুর পরিবারে অশান্তি, ছোট ভাইয়ের সাফল্যে হিংসে তেজপ্রতাপের]

Advertisement

বিজ্ঞাপন অনুযায়ী, বেশ কয়েকটি আমলা পদে লোক নিতে চলেছে সরকার৷ কিন্তু তাঁদের ইউপিএসসি পরীক্ষা না দিলেও হবে৷ শীর্ষ সারির কয়েকটি দৈনিক সংবাদপত্রে রবিবার এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে৷ যেখানে দেখা যাচ্ছে, অন্তত ১০টি পদে লোক নিতে চলেছে সরকার৷ তাঁদের যোগ্যতাই হবে শেষ কথা৷ ইউপিএসসি পরীক্ষার বদলে ব্যক্তিগত উৎকর্ষতার দিকে চোখ মোদি প্রশাসনের৷ নিঃসন্দেহে তা বেশ নজরকাড়া সিদ্ধান্ত৷ নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখতে কাগজে আবেদনপত্র গ্রহণ করা হবে না৷ পুরো পদ্ধতিটাই হবে অনলাইনে৷ নির্বাচিত ব্যক্তিদের বেতন ও অন্যান্য শর্তও বিশদে ব্যাখ্যা করা হয়েছে৷

[  মোদির অহংকারের কারণেই ছেড়ে যাচ্ছে শরিকরা, তোপ চন্দ্রবাবুর ]

তবে এই বিজ্ঞাপন নিয়েই এবার বিতর্ক তৈরি হয়েছে৷ ইউপিএসসি পরীক্ষার মাধ্যমেই সাধারণত আমলা পদে নিয়োগ হয়৷ এতদিন ধরে এই নিয়ম চলেই আসছে৷ এবং বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলেও এর ব্যতিক্রম হয়নি৷ সকলেই নিয়োগের এই পদ্ধতিকে মান্যতা দিয়েছে৷ অনেকে বলছেন, মোদি সরকার ব্যতিক্রম হওয়ায় আমলা পদে আরও যোগ্য লোকের নির্বাচিত হওয়ার রাস্তা খুলে গেল৷ ইউপিএসসি পরীক্ষা হয়তো কেউ দেননি, কিন্তু কোনও বিশেষ ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রশ্নাতীত৷ তিনিও এভাবে দেশের কাজে লাগতে পারেন৷ অবশ্য পালটা সমালোচনাও হচ্ছে৷ সে জল্পনাই উসকে দিলেন সীতারাম ইয়েচুরি৷ তাঁর দাবি, এতদিনের পরীক্ষীত পদ্ধতিটিকে এবার বাতিল করা হল৷ কিন্তু কেন? তাঁর প্রশ্ন, আমলা পদে সংঘের লোক ঢোকাতেই কি এই সিদ্ধান্ত নিল সরকার? আপতত এই বিজ্ঞাপন নিয়ে বেশ জলঘোলা শুরু হয়েছে৷ বিতর্ক দেখা দিয়েছে রাজনৈতিক মহলেও৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement