সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কে বলেছে হিন্দুরা হিংস্র হতে পারে না? রামায়ণ ও মহাভারতেই তার ইঙ্গিত আছে৷’ দুই মহাকাব্যের উদাহরণ টেনে হিন্দুদের সম্পর্কে এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ নির্বাচনের মধ্যে এই ইস্যুকে হাতিয়ার করে তাঁকে আক্রমণ শানিয়েছে বিজেপি, শিব সেনার মতো রাজনৈতিক দলগুলি৷ ইয়েচুরির বিরোধিতায় সরব হয়েছে গেরুয়াপন্থীরাও৷
[ আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের মধ্যেই জন্ম, মেয়ের নাম ফণী রাখলেন দম্পতি ]
শুক্রবার ভোপালের একটি সভায় সিপিএমের সাধারণ সম্পাদক বলেন, ‘‘রামায়ণ আর মহাভারতে হিংসার ঘটনার কোটি কোটি উদাহরণ রয়েছে। একদিকে আরএসএস-এর প্রচারকরা এই গ্রন্থগুলির উদাহরণ দেয়, অপরদিকে তাঁরাই বলে হিন্দুরা হিংস্র হতে পারে না। কেবল একটি বিশেষ ধর্মের মানুষই হিংসা ছড়ায়, আর হিন্দুরা শান্তিপ্রিয়, এই কথার মধ্যে কী যুক্তি আছে?”
[ আরও পড়ুন: ‘বোরখা হলে, ঘোমটাও নিষিদ্ধ হওয়া উচিত’, দাবি জাভেদ আখতারের ]
সিপিএমের এই শীর্ষ নেতার বক্তব্য ছড়িয়ে পড়তেই তাঁর সমালোচনায় মুখ খোলেন বিজেপির বিদায়ী সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ টুইটারে তিনি লেখেন, ‘‘এখনই নিজের নাম পরিবর্তন করা উচিত সীতারামের। উনি নাম রাখুন মার্ক্স (মার) ও লেনিন (লেনি)= মারলেনি।’’ একই ভাবে তাঁকে কটাক্ষ করেছেন শিব সেনাও৷ এমনকী, বেগুসরাইয়ের সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারের নামও পরিবর্তনের তুলেছেন তাঁরা৷
Sitaram Yechury, CPI(M): Ramayana & Mahabharata are also filled with instances of violence & battles. Being a pracharak, you narrate the epics but still claim Hindus can’t be violent? What is the logic behind saying there is a religion which engages in violence & we Hindus don’t pic.twitter.com/S3ZpDj102u
— ANI (@ANI) May 3, 2019
Hindu minded Media persons interviewing me today were agitated by Sitaram Yechuri’s hate remarks on Ramayana katha. I told them that they should have asked him to first change him name from Sitaram to Mar(x)Leni(n)= Marleni
— Subramanian Swamy (@Swamy39) May 3, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.