সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandit Killing) রাহুল ভাটের হত্যা উদ্দেশ্যপ্রণোদিত। তাঁর মৃত্যুর তদন্ত করার জন্য সিট গঠন করা হবে আগেই জানিয়েছিল জম্মু ও কাশ্মীরের সরকার। রবিবার জম্মু কাশ্মীরের (Jammu and Kashmir) রাজ্যপাল মনোজ সিনহা জানালেন, রাহুলের খুনের প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয়দের একাংশ। তাঁদের দিকে কাঁদানে গ্যাস ছুঁড়েছিল পুলিশ। সেই ঘটনার তদন্তও করবে সিট। কাশ্মীরি পণ্ডিতদের বাড়িতে আরও বেশি নিরাপত্তা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
J&K | Rahul Bhat’s killing is targeted one. SIT to probe it from all angles along with probing use of force to disperse Kashmiri migrant protestors in aftermath of incident. 2 foreign terrorists killed. Directions given to administration to not use force anywhere:LG Manoj Sinha pic.twitter.com/DoGeT6lb1L
— ANI (@ANI) May 15, 2022
বিশেষ তদন্তকারী দল গঠন করার ঘোষণা করে কাশ্মীরের রাজ্যপাল জানিয়েছেন, “রাহুল ভাটকে টার্গেট করেই হত্যা করা হয়েছে। বিশেষ তদন্তকারী দল এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করবে। এছাড়াও অভিবাসী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শক্তিপ্রয়োগ করেছিল, সেই ঘটনারও তদন্ত করবে সিট।” তিনি আরও বলেছেন, “পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যেন অযথা বলপ্রয়োগ না করা হয়।” বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পুলিশদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পরের দিন, শুক্রবার দু’জন বিদেশি জঙ্গি নিহত হয়েছে সেনার গুলিতে।
কাশ্মীরি পণ্ডিতরা যেন সুরক্ষিত থাকেন, সেই কারণে তাঁদের নিরাপদ জায়গায় বদলি করে দেওয়া হবে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থাকে মনোজ সিনহা জানিয়েছেন, “আগামী সাত দিনের মধ্যে নিরাপদ জায়গার অফিসে তাঁদের বদলি করে দেওয়া হবে। আমার কাছে বেশ কয়েকটি অভিযোগ জানিয়েছেন তাঁরা। সময়মত অভিযোগগুলি সমাধান করার চেষ্টা করা হবে। তাঁদের অবস্থা অনুভব করতে পারছি এবং তাঁদের পাশে রয়েছি। তাঁদের বাড়িতেও বাড়তি নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হবে।”
গত বৃহস্পতিবার সরকারি অফিসের মধ্যে ঢুকে রাহুল ভাটকে গুলি করে মারে জঙ্গিরা। তার পরের দিনই নিজের বাড়িতে জঙ্গির গুলিতে প্রাণ হারান এক পুলিশকর্মী। কাশ্মীরের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন, “বেশ কিছু মানুষ চাইছেন যেন কাশ্মীরে শান্তি না থাকে। গোটা ঘটনার দিকে নজর রেখেছে প্রশাসন।” রাহুল ভাটের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেছেন, “এটি উদ্দেশ্য প্রণোদিত হত্যা। আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্যই এই খুন করা হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.