সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত সাবরিনা লাল (Sabrina Lal)। জেসিকা লাল হত্যাকাণ্ডের অন্যতম মুখ। জেসিকার বোন ছিলেন সাবরিনা। দিদির খুনের বিচারের জন্য দীর্ঘ লড়াই লড়েছিলেন। তাঁর এই লড়াইয়ের কাহিনি বলিউড সিনেমা ‘নো ওয়াল কিলড জেসিকা’তে ফুটিয়ে তোলা হয়েছিল। ছবিতে সাবরিনার চরিত্রে অভিনয় করেছিলেন বিদ্যা বালান (Vidya Balan)।
৩৪ বছরের জেসিকা লাল (Jessica Lal) পেশায় মডেল ছিলেন। ১৯৯৯ সালের ২৯ এপ্রিল দিল্লির এক বারে পার্ট টাইমে পানীয় পরিবেশন করার কাজ করছিলেন। মধ্যরাতের পার পানীয় সরবরাহ করার নিয়ম ছিল না। কিন্তু তারপরও সিদ্ধার্থ বশিষ্ঠ ওরফে মনু শর্মা কয়েকজন বন্ধুকে নিয়ে এসে পানীয় চান। তা দিতে অস্বীকার করেন জেসিকা। পানীয়র বদলে ১০০০ টাকাও দিতে চেয়েছিলেন মনু। তাতেও রাজি হননি জেসিকা। তখনই ২২ ক্যালিবার পিস্তল দিয়ে জেসিকাকে গুলি করে মনু।
বাবা প্রভাবশালী হওয়ায় বোনের মৃত্যুর বিচার পেতে দীর্ঘ সময় লেগেছিল সাবরিনার। তবে হার মানেননি তিনি। তাঁর চেষ্টাতেই মনু শর্মার যাবজ্জীবন হয়। সাবরিনার সংঘর্ষের কাহিনি ‘নো ওয়ান কিলড জেসিকা’ ছবিতে তুলে ধরেছিলেন পরিচালক রাজকুমার গুপ্তা। ২০১১ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে বিদ্যা বালান ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্যায় (Rani Mukerji)। সাবরিনার ভাই রঞ্জিৎ লাল জানান, দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মাল্টি অরগ্যান ফেলিওর হয় ৫৩ বছরের সাবরিনার।
দিদি জেসিকাকে নিজের সবচেয়ে কাছের বন্ধ হিসেবে ব্যাখ্যা করতেন সাবরিনা। তাঁর স্মৃতিতে একটি ফাউন্ডেশন খোলার কথাও ভেবেছিলেন। পরবর্তীকালে দিদির খুনি মনু শর্মাকে ক্ষমাও করে দিয়েছিলেন তিনি। ২০১৮ সালে জেল অথোরিটিকে লিখিতভাবে জানিয়েছিলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মনু শর্মার অগ্রিম মুক্তিতে তাঁর কোনও আপত্তি নেই। তাঁর বক্তব্যের ভিত্তিতে ২০২০ সালে ২ জুন জেল থেকে ছাড়া পান মনু শর্মা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.