Advertisement
Advertisement
করোনা

একদিনে মৃত্যু হাজারেরও বেশি, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরল ২২ লক্ষ

ইতিমধ্যেই ১৫ লক্ষের বেশি মানুষ সুস্থ হয়েছেন, আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি সেটাই।

Single-day spike of 62,064 cases and 1,007 deaths reported in India
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2020 10:00 am
  • Updated:August 10, 2020 10:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে করোনা আক্রান্তের সংখ্যায় বেলাগাম বৃদ্ধি অব্যাহত। সোমবার ফের ৬২ হাজারেরও বেশি মানুষ COVID 19-এর কবলে পড়লেন। এই নিয়ে লাগাতার চতুর্থদিন ৬০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন। যা রীতিমতো উদ্বেগের। তবে সোমবারের যে পরিসংখ্যানটি উদ্বেগ সবচেয়ে বেশি বাড়াচ্ছে, সেটি হল মৃতের সংখ্যা। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২ হাজার ৬৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ লক্ষ ১৫ হাজার ৭৫ জন। আমেরিকা এবং ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে ২২ লক্ষের গণ্ডি পেরল ভারত। এই মুহূর্তে এই দুটি দেশের থেকেও ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির গতি অনেকটা বেশি। শুধু গত চারদিনেই দেশে প্রায় আড়াই লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাটাও। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৪ হাজার ৩৮৬ জনে।

[আরও পড়ুন: কোঝিকোড় বিমান দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত! ৩০ সদস্যের ‘সিট’ গঠন কেরল পুলিশের]

তবে এই উদ্বেগের মধ্যে এদিন খানিকটা স্বস্তি দিয়েছে করোনাজয়ীর সংখ্যা। এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৩৫ হাজার ৭৪৪ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আপাতত চিকিৎসাধীন ৬ লক্ষ ৩৪ হাজার ৯৪৫ জন। মোট সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে ভারত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement