ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগস্ট মাসে ব্রাজিল-আমেরিকাকে টপকে করোনা সংক্রমণ বৃদ্ধির নিরিখে বিশ্বের মধ্যে শীর্ষে উঠে এসেছে ভারত। স্রেফ গত ৯ দিনে দেশে ৫ লক্ষের বেশি মানুষ COVID-19 সংক্রমিত হয়েছেন। সংক্রমণের সেই বেলাগাম গতি অব্যাহত থাকল শনিবারও। এদিন নতুন করে প্রায় সাড়ে ৬১ হাজার মানুষ করোনা সংক্রমিত হলেন।
Single-day spike of 61,537 cases and 933 deaths reported in India, in the last 24 hours.
The #COVID19 tally rises to 20,88,612 including 6,19,088 active cases, 14,27,006 cured/discharged/migrated & 42,518 deaths: Ministry of Health pic.twitter.com/1GbTIJPYEG
— ANI (@ANI) August 8, 2020
শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬১ হাজার ৫৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের সংখ্যাটা আগের দিনের তুলনায় হাজারখানেক কম। তবে গত ১০ দিনে দেশে প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই দশদিনে প্রায় সাড়ে ৫ লক্ষ মানুষ সংক্রমিত। এবার একলাফে সেই সংখ্যা আরও বাড়ল। ফলে দেশে মোট করোনা আক্রান্ত গিয়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১২ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লক্ষ ২৭ হাজার ৬ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার বলি ৯৯৩ জন। গতকালের তুলনায় অনেকটা বেশি। এখনও পর্যন্ত এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ৫১৮ জন। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাই আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। এদিকে এখনও পর্যন্ত প্রায় ২ কোটি ৩৩ লক্ষ মানুষের করোনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে প্রায় ৬ লক্ষ মানুষের।
The total number of #COVID19 samples tested up to 7th August is 2,33,87,171 including 5,98,778 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/KfMT6yMqMF
— ANI (@ANI) August 8, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.