Advertisement
Advertisement
করোনা

আরও ভয়াবহ হচ্ছে করোনা, এই প্রথমবার দেশে একদিনে আক্রান্ত ৫০ হাজারেরও বেশি

সুস্থ হয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ।

Single-day spike of 52,123 positive cases & 775 deaths in India

ছবি: প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:July 30, 2020 9:59 am
  • Updated:July 30, 2020 9:59 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সামাজিক দুরত্ববিধি, প্রধানমন্ত্রীর মাস্ক পরার অনুরোধ, কন্টেনমেন্ট জোনে লকডাউন। কোনওকিছুতেই বাঁধ মানছে না করোনা। শুধু বাঁধ মানছে না বলাটা বোধ হয় ভুল হবে। দেশে করোনা সংক্রমণের গতি এখন লাগামহীন। দিনদিন বাড়ছে COVID 19-এর ভয়াবহতা। স্রেফ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৫২ হাজারের বেশি মানুষ।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫২ হাজার ১২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৩ হাজার ৭৯২ জন। এদের মধ্যে ১০ লক্ষ ২০ হাজার ৫৮২
জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ৫ লক্ষ ২৮ হাজার ২৪২ জন। এই প্রথম দেশে একদিনে ৫০ হাজারের বেশি আক্রান্তের খোঁজ মিলল। । সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে থাকলেও প্রতিদিন এই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। তবে স্বস্তির খবরও আছে। দেশে ক্রমশ সুস্থতার হারও বাড়ছে।

[আরও পড়ুন: আগস্টের গোড়াতেই খুলছে জিম-যোগা সেন্টার, জেনে নিন আনলক ৩-এর নয়া নির্দেশিকা]

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭৭৫ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩৪ হাজার ৯৬৮ জনে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতের মৃত্যুহার এখনও খানিকটা কম। সেটাও আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি দিচ্ছে। এদিকে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮১ লক্ষ মানুষের করোনা পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘন্টায় পরীক্ষা হয়েছে ৪ লক্ষেরও বেশি মানুষের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement