Advertisement
Advertisement

এখনও মোবাইলে আধার লিঙ্ক করাননি? বন্ধ হতে পারে পরিষেবা!

হাতে কিন্তু আর সময় নেই।

SIM cards not linked to Aadhaar will be deactivated after Feb 2018: Centre
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2017 5:28 am
  • Updated:September 10, 2017 5:28 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়কর-সহ বিভিন্ন বিষয়ে বাধ্যতামূলক হয়েছে আধার৷ শুধু তাই নয় কেন্দ্র সরকারের প্রায় সমস্ত সামাজিক প্রকল্পের জন্যও জরুরি করা হচ্ছে আধার৷ এবার আধার না থাকলে অকেজো হয়ে যেতে পারে আপনার ফোনটিও৷ ইতিমধ্যে, এই বিষয়ে একটি নোটিস জারি করেছে কেন্দ্র৷ সেখানে বলা হয়েছে ফেব্রুয়ারি ২০১৮-এর মধ্যে সমস্ত প্রিপেড এবং পোস্ট পেড মোবাইল নম্বরকে আধারের সঙ্গে সংযুক্তিকরণ করাতে হবে৷ ওই সময়সীমার মধ্যে তা না হলে বিচ্ছিন্ন করে দেওয়া হবে মোবাইল সংযোগ৷

[সব ভাষাতে ‘বাংলা’ই হবে রাজ্যের নাম, কেন্দ্রকে চিঠি নবান্নর]

Advertisement

মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্তিকরণ সংক্রান্ত একটি মামলায় শনিবার কেন্দ্রের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট৷ তারপরই এই নির্দেশিকা জারি করে সরকার৷ কেন্দ্রীয় টেলি‌যোগা‌যোগ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৩১ জানু্য়ারি ২০১৮-র মধ্যে আধারের সঙ্গে লিংক করতেই হবে সিম। এই সংক্রান্ত নোটিস পাঠানো হয়েছে টেলিকম অপারেটরগুলিকে৷ যে সময়েই সিমকার্ড নেওয়া হোক না কেন, সেগুলিকে পুনরায় ভেরিফাই করা হবে৷ প্রত্যেক ব্যক্তির আধার নম্বরের সঙ্গে ফোন নম্বরের যোগ থাকবে৷ সিম কার্ড নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে৷ তবে অনেক ক্ষেত্রেই তা যে মান্য করা হয় না, এমন অভিযোগও এসেছে৷ নামমাত্র তথ্য নিয়েই সিম কার্ড বা ফোন নম্বর দিয়ে দেওয়া হয়৷ তা অনেকসময় বিপজ্জনক আকারও নেয়৷ কোনও সন্ত্রাসি কার্যকলাপের সঙ্গেও যে এই নম্বরগুলির যোগ থাকতে পারে, এমন নমুনাও বিরল নয়৷ এই প্রতারণা রুখতেই নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত৷ আদালতের ফরমান ছিল, দেশের প্রত্যেকটি ফোন নম্বর ভেরিফায়েড হওয়া উচিত৷

[কলকাতা বিমানবন্দরে অল্পের জন্য রক্ষা ব্যাঙ্ককগামী বিমানের]

আধার ও সিম লিংকের ব্যাপারে গ্রাহকদের ই-মেল ও এসএমএসের মাধ্যমে জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্টের বিচারপতি জেএস খেহর ও বিচারপতি এনভি রামানার ডিভিশন বেঞ্চ এই কাজ করার জন্য কেন্দ্রকে ১ বছর সময় দিয়েছিল। ওয়াকিবহল মহল মনে করছেন আধারের সঙ্গে প্যান সংযুক্ত হলে অপব্যবহার কমবে। কেন্দ্রের এই আধার উদ্যোগের পাশে তাই অনেকেই দাঁড়িয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement