Advertisement
Advertisement

স্বচ্ছতার তালিকায় শীর্ষে সিকিম

পরিচ্ছন্নতার নিরিখে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সিকিম৷

Sikkim Shines as The Cleanest State In NSSO's Sanitation Survey
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2016 3:06 pm
  • Updated:September 10, 2016 3:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচ্ছন্নতার নিরিখে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সিকিম৷ সম্প্রতি ন্যাশনাল স্যাম্পেল সার্ভে অফিসের তরফ থেকে দেশের ২৬টি রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার উপর এক সমীক্ষা চালানো হয়েছিল৷ আর সেই সমীক্ষাতেই জানা গিয়েছে পরিচ্ছন্নতার নিরিখে সিকিম সবচেয়ে এগিয়ে৷ ১০০-র মাপকাঠিতে ৯৮.২ নম্বর পেয়ে যেখানে প্রথম স্থানে রয়েছে সিকিম, সেখানে ৯৬.৪ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কেরল৷

পরিচ্ছন্নতার নিরিখে যখন সিকিম এবং কেরল একে অপরকে কড়া টক্কর দিচ্ছে, সেখানে অপরিচ্ছন্নতার নিরিখে যেন সবচেয়ে এগিয়ে রয়েছে ঝাড়খণ্ড! এর পাশাপাশি, ছত্তিশগড়, তামিলনাড়ু, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্নাটক এবং জম্মু ও কাশ্মীরের মতো রাজ্যগুলিও পরিচ্ছন্নতার দিক থেকে বেশ পিছিয়ে রয়েছে৷

Advertisement

নরেন্দ্র মোদির রাজ্য গুজরাত মাঝামাঝি ফল করেছে সমীক্ষায়৷ তার স্থান ১৪৷

বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী নরেন্দ্র সিং তোমর এই ফলাফল প্রকাশ করে জানিয়েছেন, “২০১৫ সালের মে ও জুন মাসে চালানো হয়েছিল এই সমীক্ষা৷ মধ্যবর্তী সময়ে এই অঞ্চলগুলিতে মানুষ পরিচ্ছন্নতা নিয়ে সচেতন হয়েছে বলে মনে করি৷”

প্রসঙ্গত, গত বছর ৩,৭৮৮ টি গ্রামের ৭৩,১৭৬ টি পরিবারের উপর সমীক্ষা চালানো হয়েছিল৷ প্রতি বাড়িতে শৌচাগার আছে কিনা সেই পরিসংখ্যানের উপর নির্ভর করে সমীক্ষার ফল প্রকাশ করা হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement