আনলক ৫’এও দেশে করোনা সংক্রমণে বিরাম নেই। এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫ লক্ষ ৪৯ হাজার ৩৭৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ১ হাজার ৭৮২। বাংলায় মোট আক্রান্ত ২ লক্ষ ৬৬ হাজার ৯৭৪ জন। মৃত ৫ হাজার ১৩২ জন। করোনা ভাইরাস সম্পর্কিত লাইভ আপডেট (Corona Virus Live Update):
রাত ১১:আন্দামান-নিকোবরে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন।
16 new #COVID19 cases reported in Andaman and Nicobar, taking the total number of cases to 3,884; death toll stands at 53. Total 3,649 patients have recovered so far and there are 182 active cases: Andaman and Nicobar Administration pic.twitter.com/mgMmmuw2dC
— ANI (@ANI) October 4, 2020
রাত ১০.৩০: এতদিন নিরাপদে থেকেও ভাইরাসের আক্রমণ থেকে রেহাই মিলল না সিকিমের। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৩। মৃত্যু হয়েছে ২ জনের।
43 new cases of COVID-19 reported in the state in the past 24 hours. Two more deaths reported, taking the death toll to 45: Government of Sikkim
— ANI (@ANI) October 4, 2020
রাত ১০.২১: ঝাড়খণ্ডে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন ৯৩৩ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। মোট আক্রান্ত ৮৭,২১০। সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৫৩১ জন।
Jharkhand reported 933 new #COVID19 cases, 907 recoveries and 9 deaths today, taking total cases to 87,210 including 75,531 recoveries, 743 deaths and 10,936 active cases: State Health Department pic.twitter.com/ggTXJJ4sqh
— ANI (@ANI) October 4, 2020
রাত ১০.১৪: অসমে গত ২৪ ঘণ্টায় ৭৫৬ জনের দেহে মিলল করোনার জীবাণু। মোট আক্রান্ত ১ লক্ষ ৮৬ হাজার ২০০।
756 #COVID cases detected today. Total number of cases now at 1,86,200 including 1,50,773 discharges, 34,675 active cases and 749 deaths: Assam Health Minister Himanta Biswa Sarma pic.twitter.com/xxxGJe9abc
— ANI (@ANI) October 4, 2020
রাত ৯.৪০: মুম্বইতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১০৯, মৃত্যু হয়েছে ৪৮ জনের। জানাল BMC.
Mumbai recorded 2,109 new COVID-19 cases and 48 deaths today, taking the number of active cases to 28,904 and death toll to 9,105: Brihanmumbai Municipal Corporation (BMC) pic.twitter.com/N2slFAyFjz
— ANI (@ANI) October 4, 2020
রাত ৯.৩১: রেমডিসিভিরের দ্বিতীয় ডোজ নিয়ে ভাল আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লিভার, কিডনি ভালভাবে কাজ করছে। সোমবারই তাঁকে ছেড়ে দেওয়া হতে পারে বলে সূত্রের খবর।
US President Donald Trump’s medical team says the president has completed a second dose of remdesivir, and his kidney and liver functions were normal. They say he could be discharged to the White House as early as Monday: Reuters https://t.co/3SwljVT9Wj
— ANI (@ANI) October 4, 2020
রাত ৯.২৩: থানায় থানায় ঘুরতে হবে না। এবার একটা নম্বরে ফোন করেই অভিযোগ জানাতে পারবেন চিকিৎসকরা। চিকিৎসক হেনস্তায় রাজ্য সরকারের তরফে চালু করা হল ‘সিঙ্গল উইন্ডো’ অভিযোগ নিরসন কেন্দ্র। মোবাইল নম্বরের পাশাপাশি দেওয়া হয়েছে একটি মেল আইডিও – [email protected] এ মেল করে অভিযোগ জানানো যাবে।
রাত ৯.১৭: করোনা আবহে বিদেশে আটকে পড়া ভারতীয়রা দেশে ফিরতে মরিয়া। তাঁদের নিয়ে একসঙ্গে চারটি আন্তর্জাতিক বিমান রবিবার নামল দমদম বিমানবন্দরে। ফিরলেন ৩৫৫ জনেরও বেশি যাত্রী। লন্ডন, দোহা ছাড়াও দুবাই থেকে এসেছে দুটি বিমান।
রাত ৯.১০: দিল্লিতে নতুন করে আক্রান্ত ২,৬৮৩ জন। মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। রবিবার সেখানে মোট ৮,৯৬৩টি আরটিপিসিআর ও ৪১,৮৬৯ ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট হয়েছে বলেও জানাল রাজ্য সরকার।
Delhi reports 2,683 new #COVID19 cases, 3,126 recoveries/discharges/migrations and 38 deaths today. Total number of cases rise to 2,90,613 including 2,60,350 recoveries/discharges/migrations and 5,510 deaths. Active cases stand at 24,753: Delhi Govt pic.twitter.com/0k8SCHH3yi
— ANI (@ANI) October 4, 2020
রাত ৮.৩০: হিমাচল প্রদেশে আক্রান্ত হলেন ১৫৬ জন।
রাত ৮.১০: রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হলেন ৩৩৫৭ জন। মৃত্যু হয়েছে আরও ৬২ জনের।
সন্ধ্যা ৭.৪৫: করোনায় প্রয়াত দক্ষিণ চব্বিশ পরগনার সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিরুপম জানা (৪৩)। নিরুপমবাবু গত তিনদিন ধরে জ্বরে ভুগছিলেন। শনিবার রাতে তাঁকে সাগর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে এম আর বাঙুর হাসপাতালে ভরতি করা হয়েছিল। আজ সেখানে প্রয়াত হন তিনি।
সন্ধ্যা ৭টা: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত ৬, ২৪২ আর মৃত্যু হয়েছে ৪০ জনের।
সন্ধ্যা ৬.৩৩: সংক্রমিত হলেন বাহুবলীখ্যাত অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়েছে। কয়েকদিন আগে হায়দরাবাদে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য এসেছিলেন তিনি। সম্প্রতি করোনার উপসর্গ দেখা দেওয়া তাঁর নমুনা পরীক্ষা করা হয়।
সন্ধ্যা ৬.৩০: তামিলনাড়ুতে নতুন করে আক্রান্ত ৫ হাজার ৪৮৯ জন। মৃত ৬৬ জন।
Tamil Nadu reported 5,489 new #COVID19 cases, 5,558 recoveries & 66 deaths today, taking total positive cases to 6,19,996, including 5,64,092 discharged cases, 9,784 deaths & 46,120 active cases: State Health Department pic.twitter.com/4KJKKfxMJp
— ANI (@ANI) October 4, 2020
সন্ধ্যা ৬টা: কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮,৫৫৩ জন। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছে ৮৪ হাজার ৪৯৭ জন।
বিকেল ৫.৫০: মিজোরামে নতুন করে আক্রান্ত ১৯।
Mizoram reported 19 new recovered #COVID19 cases today. The total positive cases rise to 2,120, including 1,791 discharges, 329 active cases & no COVID death till date in the state: Department of Information and Public Relations, Mizoram pic.twitter.com/Dmj3uuJb3Q
— ANI (@ANI) October 4, 2020
বিকেল ৫.০৬: কোভিডবিধি মেনে আগামী ১৩ অক্টোবর থেকে খুলবে অক্ষরধাম মন্দির। বাধ্যতামূলক মাস্কের ব্যবহার।
Delhi: Swaminarayan Akshardham Temple (file pic) to open from Oct 13 under strict COVID norms like mandatory mask use, thermal screening. A limited number of people will be allowed entry between 5 pm & 7 pm. Exhibition Hall to remain closed, only musical fountain to remain open. pic.twitter.com/gZAPxuWuLT
— ANI (@ANI) October 4, 2020
বিকেল ৪.৪০: নেপালে নতুন করে আক্রান্ত ২২৫৩ জন। মৃত্যু হয়েছে ৭ জনের।
Nepal registers 2,253 new #COVID19 cases, 1,329 discharges and 7 deaths in the last 24 hours. Till date, Nepal has recorded 86, 823 cases including 64,069 discharges/recoveries and 535 deaths: Health Ministry
— ANI (@ANI) October 4, 2020
দুপুর ৩.৫০: মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ১৪৪ জন পুলিশকর্মী।
144 police personnel tested positive for #COVID19 in the last 24 hours, taking total cases to 24,023 in the force including 21,030 recoveries, 2,743 active cases and 250 deaths: Maharashtra Police pic.twitter.com/ql6tK7q1OV
— ANI (@ANI) October 4, 2020
দুপুর ৩.৩০: উত্তরপ্রদেশ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ হাজার ২২৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৬,৩৮৫।
5,226 recoveries reported in the last 24 hours. There are total 46,385 active cases, while 3,62,052 have recovered. The recovery rate stands at 87.35%. The death toll stands at 6,029 now: Uttar Pradesh Principal Health Secretary Amit Mohan Prasad. #COVID19 pic.twitter.com/ntMqkzEl7a
— ANI UP (@ANINewsUP) October 4, 2020
দুপুর ৩টে: রিপোর্ট পজিটিভ আসার পরই মানসিক অবসাদে আত্মহত্যা করলেন একজন ডিএসপি কর্মী। দুর্গাপুর থানা এলাকার সিটি সেন্টারের বাসিন্দা ওই ব্যক্তির নাম সুস্মিত রায়।
দুপুর ২.৩৬: আগামী বছরের জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রকের।
বেলা ১২.৫৬: হিমাচল প্রদেশে আক্রান্ত আরও ১৫ জন।
Himachal Pradesh reports 15 new #COVID19 cases, 154 cured cases & 2 deaths since 9 pm bulletin yesterday. Total positive cases in the state stand at 15,710, including 12,327 recoveries, 3,151 active cases & 207 deaths: State Health Department, Govt of Himachal Pradesh pic.twitter.com/AZxIWNMOyF
— ANI (@ANI) October 4, 2020
বেলা ১২.৪৬: দিল্লিতে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, জানালেন মণীশ সিসোদিয়া।
All schools will remain closed for students in Delhi till October 31, 2020: Delhi Education Minister Manish Sisodia (file pic). #COVID19 pic.twitter.com/RU2fizTS8a
— ANI (@ANI) October 4, 2020
বেলা ১২.২৬: ভারতে সংক্রমিতের তুলনায় বাড়ছে সুস্থতা, জানাল স্বাস্থ্যমন্ত্রক।
India’s steady trend of posting high recoveries also continues. 82,260 recoveries registered in the last 24 hours. In contrast, 75,829 new cases have been reported.
The new recoveries have exceeded the new cases in recent days: Ministry of Health & Family Welfare. #COVID19 https://t.co/YzomaLpnzx pic.twitter.com/JrNTnDXpE3— ANI (@ANI) October 4, 2020
বেলা ১২: করোনায় মৃত্যু ওড়িশার সাতবারের বিধায়ক প্রদীপ মহারথীর। টুইটে তাঁকে শেষ শ্রদ্ধা জানান রাজ্যপাল, মুখ্যমন্ত্রী-সহ আরও অনেকে।
বেলা ১১.৪৩: অসমে করোনা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে দাবি স্বাস্থ্যমন্ত্রীর।
The situation of #COVID19 is better in Assam. The positive rate is less than 3, it is going down. In the next two months, we are hopeful that we will be able to control the situation: Assam minister of state for health Pijush Hazarika pic.twitter.com/GaGKMRFonh
— ANI (@ANI) October 4, 2020
সকাল ১০.৩৫: ওড়িশায় আক্রান্ত আরও ৩,৩২৬ জন।
3,326 new #COVID19 cases, 4,066 recoveries and 15 deaths reported in Odisha till October 3. The total number of cases rise to 2,32,713 including 1,98,194 recoveries, 33,559 active cases and 907 deaths: State Health Department, Government of Odisha
— ANI (@ANI) October 4, 2020
সকাল ১০.২৭: করোনা আক্রান্ত নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা। মাদক মামলায় দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তিনি।
Deputy Director of Narcotics Control Bureau, KPS Malhotra tests positive for #COVID19.
— ANI (@ANI) October 4, 2020
সকাল ১০.২৪: ধীরে ধীরে সুস্থ হচ্ছেন করোনা আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখনও বিপন্মুক্ত নন তিনি, দাবি হোয়াইট হাউসের চিকিৎসকের। তাঁর আরও দাবি, রেমডিসেভির দ্বিতীয় ডোজ নিয়েছেন ট্রাম্প।
সকাল ৯.৪৪: ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭৫ হাজার ৮২৯ জন। মৃত্যু হয়েছে ৯৪০ জনের।
India’s #COVID19 tally crosses 65-lakh mark with a spike of 75,829 new cases & 940 deaths reported in last 24 hours.
Total case tally stands at 65,49,374 including 9,37,625 active cases, 55,09,967 cured/discharged/migrated cases & 1,01,782 deaths: Union Health Ministry pic.twitter.com/SOSDBZl3Qn
— ANI (@ANI) October 4, 2020
সকাল ৯.০২: গতকাল করোনা পরীক্ষা হয়েছে ৭ কোটি ৮৯ লক্ষ ৯২ হাজার ৫৩৪ জনের।
A total of 7,89,92,534 samples tested for #COVID19 up to October 3. Of these, 11,42,131 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/4MpeYH9I5Q
— ANI (@ANI) October 4, 2020
সকাল ৮.১৭: মিজোরামে আক্রান্ত আরও ১৭ জন।
Mizoram records 17 new #COVID19 cases in the last 24 hours, taking the total cases in the state to 2120, including 1772 discharges. Active cases stand at 348: Department of Information and Public Relations, Government of Mizoram pic.twitter.com/AlbPtIb3Lt
— ANI (@ANI) October 4, 2020
সকাল ৮.০৯: দিল্লির সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটালে শুরু যোগা প্রশিক্ষণ।
Delhi: Indo-Tibetan Border Police organises Yoga session at ITBP-run Sardar Patel COVID Care Centre & Hospital, Radha Soami Satsang Beas in Chhatarpur. More than 1200 #COVID19 patients admitted here currently, 5500 patients discharged so far. pic.twitter.com/VK8JaSN2sl
— ANI (@ANI) October 4, 2020
সকাল ৭.১৮: করোনা ভাইরাস মোকাবিলায় অস্ত্র টেস্টিং, জানাল স্বাস্থ্যমন্ত্রক।
India has scaled up its testing capacity from one in January to more than 7.7 cr in October. With progressively falling positivity rate, testing has worked as an effective tool to limit the spread of #COVID19 infection: Union Ministry of Health & Family Welfare pic.twitter.com/RfmiioJFyK
— ANI (@ANI) October 4, 2020
ভোর ৫.০৭: আমেরিকার জন্য আমাকে ফিরে আসতে হবে, জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
I feel much better now. We are working hard to get me all the way back. I have to be back because we still have to make America great again: US President Donald Trump at Walter Reed Hospital
(Source: US President Trump’s Twitter) #COVID19 pic.twitter.com/YFPnf7BFLE
— ANI (@ANI) October 3, 2020
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.