সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৪ সালের ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের (Independence Day) অনুষ্ঠানেই দেশের সমস্ত নাগরিকদের জন্য জন ধন যোজনা প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রকল্পটি চালু হয়েছিল ২৮ আগস্ট। গত ৯ বছরে অ্যাকাউন্ট টপকে গিয়েছে ৫০ কোটির গণ্ডি। এই পদক্ষেপকে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী। টুইটারে উচ্ছ্বসিত মোদি।
কী লিখেছেন প্রধানমন্ত্রী? তিনি এই যোজনা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘এটা দেখে আনন্দ হচ্ছে যে, এই সমস্ত অ্যাকাউন্টগুলির অর্ধেকেরও বেশি আমাদের নারী শক্তির অন্তর্গত। গ্রামীণ এবং আধা-শহর এলাকায় ৬৭% অ্যাকাউন্ট খোলার সঙ্গে, আমরা এটাও নিশ্চিত করছি যে আর্থিক অন্তর্ভুক্তির সুবিধাগুলি আমাদের দেশের প্রতিটি কোনায় পৌঁছেছে।’
অর্থ মন্ত্রক জানিয়েছে, ৯ আগস্ট পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে ইতিমধ্যেই জন ধন অ্যাকাউন্টের সংখ্যা পেরিয়ে গিয়েছে ৫০ কোটি। সব অ্যাকাউন্ট মিলিয়ে জমা রয়েছে ২.০৩ লক্ষ কোটি টাকা। অ্যাকাউন্ট পিছু গড়পড়তা ব্যালান্স ৪ হাজার ৭৬ টাকা। সব মিলিয়ে ৫৫টি জন ধন যোজনা অ্যাকাউন্ট ‘ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে’র সুবিধা পাচ্ছে। এই অ্যাকাউন্ট দেশের অর্থনৈতিক পরিকাঠামোয় বিরাট পরিবর্তন এনেছে বলেই দাবি কেন্দ্রের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.