Advertisement
Advertisement
Kerala High Court

মহিলার ঊর্ধ্বাঙ্গ নগ্ন মানেই অশালীন নয়, পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের

কোন মামলায় এমন পর্যবেক্ষণ উচ্চ আদালতের?

Sight of woman's naked upper body not sexual by default, observes Kerala High Court | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 5, 2023 7:49 pm
  • Updated:June 5, 2023 7:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও মহিলার শরীরের উন্মুক্ত উপরিভাগ দেখানোকে সবক্ষেত্রে অশালীন আখ্যা দেওয়া যায় না। একটি মামলায় এমনই পর্যবেক্ষণ কেরল হাই কোর্টের।

এক মহিলা তাঁর সন্তানদের নিজের অর্ধনগ্ন শরীরের উপর নানারকম আঁকিজুকি করতে দিয়েছিলেন। মহিলার বুক, স্তনের উপরই বিভিন্ন রং দিয়ে নানা ধরনের ছবি ফুটিয়ে তুলেছিল তাঁর খুদে সন্তানরা। সন্তানদের সঙ্গে কাটানো সেই বিশেষ মুহূর্তের দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছিলেন। কিন্তু সেই ভিডিও নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। প্রকাশ্যে এভাবে নিজের অর্ধনগ্ন শরীর তুলে ধরায় নেটিজেনদের একাংশের তোপের মুখে পড়তে হয় তাঁকে। মহিলাকে কাঠগড়ায় তুলে এই ঘটনার জল গড়ায় আদালত পর্যন্ত। সেখানেই এবার কেরল হাই কোর্টের পর্যবেক্ষণ, সবক্ষেত্রে কোনও মহিলার উন্মুক্ত উপরিভাগ মানেই তা অশালীন কিংবা যৌন উদ্রেগকারী বিষয় নয়।

Advertisement

[আরও পড়ুন: ওড়িশার ট্রেন দুর্ঘটনার নেপথ্যে তৃণমূল! বিস্ফোরক শুভেন্দু, তুলোধোনা কুণাল ঘোষের]

উচ্চ আদালত আরও জানায়, “মহিলার শরীরের উপরিভাগ নগ্ন মানেই ধরে নেওয়া যায় না যে তা অশালীন। পরিস্থিতি অনুযায়ী এর ব্যাখ্যা ভিন্ন হবে।” তাই হাই কোর্টের মতে, ওই মহিলার ভিডিওটিতে কোনও অশালীন কনটেন্ট নেই। আর সেই কারণেই তাঁকে এহেন অভিযোগ থেকে মুক্ত করা হল। উচ্চ আদালতকে মহিলা জানিয়েছিলেন, পুরুষতান্ত্রিক সমাজের বদ্ধমূল ধারণা যে কোনও মহিলার নগ্ন শরীর মানেই, তা অশ্লীল। যৌনশিক্ষা নিয়েও নানা ছুঁৎমার্গ রয়েছে। সেই ধারণা ভাঙতেই এই ভিডিওটি পোস্ট করেছিলেন তিনি। মহিলার যুক্তির পরই নিজের পর্যবেক্ষণ জানায় কেরল হাই কোর্ট।

[আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেসে কীভাবে দু্র্ঘটনা? তদন্তে খড়গপুরে কমিশনার অফ রেলওয়ে সেফটি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement