Advertisement
Advertisement

Breaking News

Sidhu

এবার অনশনে বসার হুমকি সিধুর, অস্বস্তিতে পাঞ্জাবের কংগ্রেস সরকার

রাজ্যের মাদক পাচার সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি সিধুর।

Sidhu will go on hunger strike threat to Punjab govt over drug menace | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:November 25, 2021 9:15 pm
  • Updated:November 25, 2021 9:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের মাদক পাচার (Drug Smuggling) সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে, নইলে শীঘ্রই অনশনে বসবেন। হুমকি দিলেন পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি (State Congress President of Punjab) নভজোৎ সিং সিধু (Navjot Singh Sidhu)। এইসঙ্গে ফের অস্বস্তিতে ফেললেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে (Charanjit Singh Channi)।

বৃহস্পতিবার সিধু দাবি করেন, হাইকোর্টে মাদক সংক্রান্ত যে গোয়েন্দা রিপোর্ট জমা দিয়েছে রাজ্য, তা জনসমক্ষে আনতে হবে। সিধুর অভিযোগ, মাদক চক্রের সঙ্গে রাজ্যের বড় বড় মাথা জড়িত। পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন মনে করিয়ে দেন, ২০১৭ সালে কংগ্রেস যখন পাঞ্জাবে ক্ষমতায় আসে, তখন জনতাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, রাজ্যের মাদক পাচার সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। দোষীদের কোমর ভেঙে দেওয়া হবে। সিধুর অভিযোগ, সেই কাজ কখনওই হয়নি।

Advertisement

[আরও পড়ুন: উগ্র হিন্দুত্ব নিয়ে সলমন খুরশিদের বই নিষিদ্ধ নয়, ‘পছন্দ না হলে অন্য বই পড়ুন’, জানাল হাই কোর্ট]

এরপরেই তিনি বলেন, ‘‘সরকার মাদক-রিপোর্ট প্রকাশ্যে না আনলে অনশনে বসব আমি। সাধারণ মানুষকে জানানো দরকার, কেন ওই রিপোর্ট প্রকাশ্যে আনেনি আগের অমরেন্দ্র সরকার। আদালত তো রাজ্য সরকারকে রিপোর্ট প্রকাশ্যে আনতে নিষেধ করেনি।’’

এদিন ন্যাশানাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (National Crime Record Bureau) তথ্যও তুলে ধরেন সিধু। বলেন, ২০১৭-২০২০ সালের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে দেশে শীর্ষে রয়েছে পাঞ্জাব।

[আরও পড়ুন: ‘বিজেপিকে হারাতেই দলবদল’, তৃণমূলে যোগ দিয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের ডাক মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর]

বলা বাহুল্য, পাঞ্জাব প্রদেশ কংগ্রেসের সভাপতি নভজোৎ সিং সিধুর নয়া দাবি, চরণজিৎ সিং চান্নি সরকারকে নতুন করে অস্বস্তিতে ফেলল। রাজনৈতিক মহল আশা করেছিল পাঞ্জাবের কুর্সি থেকে অমরেন্দ্র সিংহ (Amarinder Singh) সরে যাওয়ার পর পরিস্থিতির পরিবর্তন হবে। যদিও তা হতে দেখা যাচ্ছে না। চন্নি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মন্ত্রিসভা গঠন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ক্রিকেটার রাজনীতিক সিধু। এবার নিজে প্রদেশ কংগ্রেস সভাপতি হয়েও সরাসরি রাজ্যের কংগ্রেস সরকারকে হুঁশিয়ারি দিয়ে বসলেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement