Advertisement
Advertisement

পাক সেনাপ্রধানকে আলিঙ্গন সিধুর, ছবিতে জুতো মেরে প্রতিবাদ ক্ষুব্ধ জনতার 

ইমরানের শপথে উপস্থিত হয়ে দেশজুড়ে নিন্দার মুখে প্রাক্তন ক্রিকেটার।

Sidhu attends Imran Khan's oath taking ceremony, netizens furious
Published by: Monishankar Choudhury
  • Posted:August 18, 2018 4:54 pm
  • Updated:August 18, 2018 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে হাজিরা দিলেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু৷ পাক সেনাপ্রধান কামার বাজওয়ার সঙ্গে আলিঙ্গন করে উচ্ছ্বাসও প্রকাশ করলেন ওই কংগ্রেস নেতা৷ অন্যদের দেশপ্রেমের পাঠ দিলেও নিজেই পাক অধিকৃত কাশ্মীরের কর্তাদের সঙ্গে বসলেন মঞ্চের সামনেই৷ সব মিলিয়ে ইমরানের অনুষ্ঠানে মধ্যমণি হয়ে রইলেন তিনি৷ তবে সিধুর এহেন কাজে দেশজুড়ে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া৷ খোদ পাঞ্জাবেই তাঁর ছবিতে জুতো মেরে প্রতিবাদ দেখান স্থানীয় বাসিন্দারা৷

[বারাসতে যান্ত্রিক গোলযোগের জের, বনগাঁ শাখায় দেড় ঘণ্টা বন্ধ রেল পরিষেবা]

শনিবার পাক প্রধানমন্ত্রীর পদে শপথগ্রহণ করেন প্রাক্তন ক্রিকেটার ইমরান খান৷ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন কপিল দেব, সুনীল গাভাসকর ও নভজ্যোৎ সিং সিধু৷ সীমান্তে লাগাতার আগ্রাসন চালিয়ে যাচ্ছে পাকিস্তান৷ পাশাপাশি জঙ্গিদের মদত দিচ্ছে আইএসআই৷ সেই ‘ডার্ক স্টেট’ থেকে নির্বাচিত ইমরানের অনুষ্ঠানে যেতে সাফ মানা করে দেন গাভাস্কার৷ পাক সেনার পুতুল ইমরানের অনুষ্ঠানে যাননি কপিলও৷ তবে সেখানে দেখা মিলল সিধুর৷ মুখে প্রসন্ন হাসি নিয়েই ভারত বিরোধীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিলেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়৷ এমনিতে ‘শায়েরি’ করে দেশভক্তির পাঠ দেন তিনি৷ তবে কথা আর কাজে সামঞ্জস্য না রেখেই পাক সেনাপ্রধানের সঙ্গে আলিঙ্গন করতে দেখা গেল তাঁকে৷

এই ঘটনায় ইতিমধ্যে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক৷ সিধুর বিরুদ্ধে সরব হয়েছেন নেটিজেনরা৷ অনেকেরই প্রশ্ন, পাক অধিকৃত কাশ্মীরের প্রেসিডেন্ট মাসুদ খানের পাশে বসে কী বার্তা দিতে চেয়েছেন সিধু? পাক সেনাপ্রধানের সঙ্গেই বা অত দহরম-মহরম কিসের? সব মিলিয়ে আপাতত ‘দেশদ্রোহী’র তকমা জুটেছে সিধুর কপালে৷ এদিকে অনুষ্ঠানের মাধ্যমে ইমরান ভারত ও পাকিস্তানের মধ্যে এক নয়া যুগের সূচনা করবেন বলেই মন্তব্য সিধুর৷ যদিও সিধু একা নন, এর আগে পাকিস্তানে গিয়ে ভারতের কুৎসা করে এসেছেন সাসপেন্ড হওয়া কংগ্রেস নেতা মণিশংকর আইয়ার৷ ভারতে নাকি তিনি ঘৃণাই পেয়েছেন, আর পাকিস্তান তাঁকে দিয়েছে অফুরন্ত ভালবাসা৷ সব মিলিয়ে নির্বাচনের আগেই নেতাদের পাক প্রেমে অস্বস্তিতে রাহুল শিবির৷ 

                         [গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে শিশুকে খুনের অভিযোগ, চাঞ্চল্য কর্ণজোড়ায়]                                                

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement