সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কুরসি কোন্দল শেষে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হচ্ছেন সিদ্দারামাইয়াই। উপমুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন ডি কে শিবকুমার। ২০ মে বেঙ্গালুরুতে তাঁদের শপথ গ্রহণ বলে খবর। সূত্রের খবর, সোনিয়া গান্ধীর হস্তক্ষেপেই গোঁসা ভেঙেছে শিবকুমারের।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, কর্ণাটকে সরকার গঠন নিয়ে সব পক্ষকেই এক অবস্থানে আনতে সক্ষম হয়েছেন কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে। এই বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ আলোচনা সারতে আজ বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বৈঠকে বসছে কংগ্রেসের সংসদীয় দল। এদিকে, কংগ্রেস শীর্ষ নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণার আগেই বেঙ্গালুরুতে ‘উৎসব’ শুরু করল সিদ্দারামাইয়া শিবির।
Siddaramaiah to be the next chief minister of Karnataka and DK Shivakumar to take oath as deputy chief minister. Congress President Mallikarjun Kharge arrived at a consensus for Karnataka government formation. The oath ceremony will be held in Bengaluru on 20th May. pic.twitter.com/CJ4K7hWsKM
— ANI (@ANI) May 17, 2023
উল্লেখ্য, কর্ণাটক বিধানসভা নির্বাচনে বিজেপিকে কুপোকাৎ করলেও নিজেদের ঘর সামলাতেই ল্যাজেগোবরে অবস্থা কংগ্রেসের। আজ, বৃহস্পতিবার নতুন মুখ্যমন্ত্রীর শপথ হওয়ার কথা থাকলেও সিদ্দারামাইয়া আবং শিবকুমারের কোন্দলে তা পিছিয়ে দিতে বাধ্য হয় কংগ্রেস হাইকমান্ড। গতকাল বুধবার বিবদমান দুই নেতাই খাড়গে ও রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। তারপর পৃথকভাবে সোনিয়া গান্ধীর সঙ্গে কথা হয় শিবকুমারের বলে খবর। আর এতেই মেলে রফাসূত্র। দ্বীতিয় স্থানে থাকাতে রাজি হন শিবকুমার।
এআইসিসি সূত্রে খবর, শিবকুমার উপমুখ্যমন্ত্রীর পদ না নিতে অনড় থাকায় ক্ষমতা ভাগাভাগির তত্ত্ব সামনে আসে। কিন্তু, এক্ষেত্রেও শিবকুমার প্রথম আড়াই বছর মুখ্যমন্ত্রী হতে চান। শিবকুমারের এই দাবি অবশ্য মানতে রাজি হয়নি কংগ্রেস হাইকমান্ড। মুখ্যমন্ত্রীর পদে হাইকমান্ড এবং বিধায়কদের অধিকাংশেরই প্রথম পছন্দ প্রবীণ নেতা সিদ্দারামাইয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.