Advertisement
Advertisement
Karnataka

কর্নাটকে ‘অপারেশন লোটাস’! বিধায়কদের ৫০ কোটি টাকার ‘টোপ’, চাঞ্চল্যকর দাবি সিদ্দারামাইয়ার

বর্ষীয়ান নেতার কথায়, 'ওরা গত এক বছর ধরে আমাদের সরকার ভাঙতে চাইছে।'

Siddaramaiah claims 'Operation Lotus' in Karnataka
Published by: Biswadip Dey
  • Posted:April 13, 2024 9:21 am
  • Updated:April 13, 2024 9:42 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নাটকে (Karnataka) ‘অপারেশন লোটাস’ চালাতে চাইছে বিজেপি। অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah)। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তাঁর দাবি তাঁদের বিধায়কদের ৫০ কোটি টাকার ‘টোপ’ দেওয়া হয়েছে দল বদলানোর জন্য। বর্ষীয়ান নেতার কথায়, ”ওরা গত এক বছর ধরে আমাদের সরকার ভাঙতে চাইছে। আমাদের বিধায়কদের ৫০ কোটি টাকার টোপ দেওয়া হয়েছে। ওরা চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছে।”

সিদ্দারামাইয়ার দাবি, বিজেপি যতই চেষ্টা করুক, তারা সফল হবে না। তাঁকে বলতে শোনা গিয়েছে, ”সম্ভব নয়। আমাদের বিধায়করা দল ছাড়বেন না। একজনও না।” তাঁর সরকার যে পাঁচ বছর পূর্ণ করবেই সেটাও নিশ্চিত করে দাবি করেছেন সিদ্দারামাইয়া। 

Advertisement

[আরও পড়ুন: ৪৮ ঘন্টার মধ্যে ইজরায়েলে হামলা চালাতে পারে ইরান, ভারতীয়দের কী বার্তা বিদেশমন্ত্রকের?]

যদিও সব দাবি উড়িয়ে দিয়েছে বিজেপি। সংবাদমাধ্যমের সঙ্গে ফোনে কথা বলার সময় পদ্ম শিবিরের সাংসদ এস প্রকাশ বলেন, সিদ্দারামাইয়া যা দাবি করছেন তা দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, ”এটা খুব দুর্ভাগ্যজনক যে, উনি একই অভিযোগ বার বার তুলছেন। কেবল সমাজের একটা অংশের সহানুভূতি আদায় করতে, যাঁরা ওঁদের সমর্থন করেন।”

সামনেই লোকসভা নির্বাচন। সেই প্রসঙ্গের উল্লেখ করে বিজেপি নেতা বলছেন, ”লোকসভা নির্বাচনে কর্নাটকের ২৮টি আসনে জয়লাভের দিকে ফোকাস না করে সিদ্দারামাইয়া কেবলই নিজের দিকটা ধরে রাখাতেই ফোকাস করে চলেছেন।”

[আরও পড়ুন: রাজনীতিতেও কঙ্গনার প্রতিপক্ষ ‘নেপো কিড’! ‘বাপ-ঠাকুরদার সম্পত্তি নাকি?’ ফুঁসছেন পদ্মপ্রার্থী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement