Advertisement
Advertisement

মোদির কণ্ঠ নকল করে তাক লাগাচ্ছেন এই যুবক

মোদির কণ্ঠস্বরই যেন ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দিল বছর বাইশের শ্যামসুন্দরের৷

 Shyam Rangeela's mimicry of Narendra Modi Goes viral
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 3:47 pm
  • Updated:December 4, 2016 7:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেরে পেয়ারে ভাইয়ো অউর বেহনো…এটুকুই যথেষ্ট৷ যে কোনও দেশবাসীই এটুকু শুনলেই বলতে পারবেন এ কণ্ঠ কার৷ গমগমে ব্যারিটোনের জনপ্রিয়তা এখন যে কোনও গায়ক বা অভনেতার কণ্ঠের থেকেও বেশি৷ হ্যাঁ, প্রধানমন্ত্রীর কণ্ঠস্বরের কথাই হচ্ছে৷ এ মুহূর্তে গোটা দেশে মোদির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার ধারে কাছে অন্তত কেউ নেই৷ তবে একজন যেন খানিকটা হলেও সে জনপ্রিয়তায় ভাগ বসাচ্ছেন৷ না, তিনি কোনও বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রী নন, তিনি জয়পুরের শ্যাম রঙ্গিলা৷ মোদির কণ্ঠ নকল করে এ মুহূর্তে দেশবাসীকে তাক লাগিয়েছেন তিনি৷

রাজস্থানের যুবক শ্যামসুন্দর৷ এখন শ্যাম রঙ্গিলা নামেই তিনি জনপ্রিয়৷ নিতান্তই দরিদ্র ঘরের ছেলে৷ স্বপ্ন ছিল কমেডিয়ান হওয়ার৷ কিন্তু কে জায়গা দেবে! মোদির কণ্ঠস্বরই যেন ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দিল বছর বাইশের শ্যামসুন্দরের৷ গোলগাপ্পা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলেন তিনি৷ তাও নিজের মোবাইলে নয়৷ বন্ধুর মোবাইলে৷ কেননা তাঁর নিজের মোবাইলটি ছিল বিকল৷ ঘরে বিদ্যুৎ ছিল না তাই তার মুখে টর্চের আলো ফেলা হয়েছিল৷ ভিডিওটির কথা তিনি ভুলে গিয়েছিলেন৷ কিন্তু গোটা দেশে তা ততদিনে হোয়্যাটসঅ্যাপে ছড়িয়ে ভাইরাল৷ এক লহমায় গোটা দেশে খ্যাতি পান শ্যামসুন্দর৷ শুধু তাই নয় বলিপাড়ার প্রখ্যাত কমেডিয়ান জনি লিভারও এই ভিডিওর দৌলতে তাঁকে চিনতে পারেন৷

Advertisement

গোড়ার দিকে আত্মীয়দের চমকে দিতে এ কাজ করতেন তিনি৷ আর এখন এই মিমিক্রিই তাঁর রুটিরুজি৷ তাঁকে পৌঁছে দিয়েছে খ্যাতির দোরগোড়ায়৷  তবে তার জন্য রীতিমতো কাঠখড় পোড়াতে হয়েছে তাঁকে৷ টিভিতে রেডিওতে প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনতে শুনতে রপ্ত করেছেন এই আওয়াজ৷ মোদির কণ্ঠস্বর পুরোপুরি নকল করতে অন্তত বছর দুয়েক সময় লেগেছে তাঁর৷

মোদি ভক্তরাও অবশ্য তাঁর এ কাজে বিন্দুমাত্র ক্ষুব্ধ নন৷ বরং শ্যামসুন্দর জানাচ্ছেন, তাঁরা তাঁকে উৎসাহই দেন৷ আর উৎসাহ তো এসেছে খোদ প্রধানমন্ত্রীর থেকেই৷ মন কি বাত-এ তিনি বলেছিলেন, লোকে তাঁকে নকল করছে দেখলে তার ভালই লাগে৷ এরপর আর শ্যামসুন্দরকে পায় কে! চুটিয়ে অনুষ্ঠান করছেন তিনি৷ আর তাঁর গলায় মোদির কণ্ঠ শুনতে শুনতে হেসে গড়িয়ে পড়ছেন দেশবাসী৷ শুনে নিন আপনিও-

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement