সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বনধে বিপর্যস্ত কাশ্মীর উপত্যকা৷ এবারে কাশ্মীরী পণ্ডিতদের প্রত্যাবর্তনের দাবি ও অবসরপ্রাপ্ত জওয়ানদের আবাসন তৈরি নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক৷ এই দুই বিষয়েই বৃহস্পতিবার উপত্যকায় বনধ ডাকে বিচ্ছিনতাবাদী সংগঠনগুলি৷ কাশ্মীরী পণ্ডিতদের পক্ষে সমর্থন দিলেও অবসরপ্রাপ্ত সেনার আবাসন তৈরি নিয়ে প্রতিবাদে মুখর হয়েছে তারা৷
ইতিমধ্যেই গৃহবন্দি করা হয়েছে হুরিয়তের শীর্ষ নেতা মিরওয়েজ উমর ফারুখকে৷ গ্রেফতার করা হয়েছে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের চেয়ারম্যান ইয়াসিন মালিককে৷ সেই কারণেই ডাকা হয়েছে এই বনধ৷ বনধে কার্যত বিপর্যস্ত উপত্যকার দৈনন্দিন জীবন৷ বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস-দোকানগুলি৷ সরকারি অফিসগুলিতেও উপস্থিতির হার বেশ কম৷
ক্ষমতায় আসার পর থেকে মেহবুবা মুফতির সরকার কাশ্মীরী পণ্ডিতদের ফিরিয়ে আনার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ তবে অবসরপ্রাপ্ত সেনা আবাসনের জন্য এখনও কোনও জমি নির্বাচন করা হয়নি বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে৷ বিচ্ছিনতাবাদীদের এই বিরোধকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আখ্যা দেওয়া হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.