Advertisement
Advertisement

Breaking News

Maharashtra Shiv Sena

শোকজ নোটিস শিব সেনার ৫৩ বিধায়ককে, নাম নেই আদিত্য ঠাকরের

এক সপ্তাহের মধ্যে শোকজের জবাব দিতে হবে।

Show Cause notice against 53 Shiv Sena MLAs, except Aditya Thackeray | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Anwesha Adhikary
  • Posted:July 10, 2022 5:24 pm
  • Updated:July 10, 2022 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজিরবিহীন ঘটনা ঘটল মহারাষ্ট্র বিধানসভায়। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দলবিরোধী কাজ করার অভিযোগে শিব সেনার (Shiv Sena) ৫৩ জন বিধায়ককে শোকজ নোটিস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, মহারাষ্ট্র বিধানসভায় শিব সেনার ৫৫ জন বিধায়ক রয়েছেন। তবে শোকজের নোটিস দেওয়া হয়নি আদিত্য ঠাকরেকে (Aditya Thackeray))। একনাথ শিণ্ডের (Eknath Shinde) তরফ থেকে আগেই জানানো হয়েছিল, আদিত্যের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে না। ইতিমধ্যেই মহারাষ্ট্রের সরকার গড়ার প্রক্রিয়াকে বেআইনি বলে দাবি করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে উদ্ধব ঠাকরে শিবির। সোমবার সেই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। 

কী কারণে শোকজ করা হয়েছে শিব সেনা বিধায়কদের? একনাথ শিণ্ডের নেতৃত্বে শিব সেনা বিধায়করা বিদ্রোহ করার ফলে ভেঙে যায় মহারাষ্ট্র সরকার (Maharashtra Government)। তারপরেই শিব সেনার দুই শিবির থেকে আলাদা করে দলের মুখ্য সচেতক নিযুক্ত করা হয়। ৩ জুলাই মহারাষ্ট্র বিধানসভায় স্পিকার নির্বাচনে মতবিরোধ হয় শিব সেনার দুই গোষ্ঠীর মধ্যে। শিণ্ডে শিবিরের মুখ্য সচেতক ভারত গোগাওয়ালে বলেছিলেন, রাহুল নরবেকরের পক্ষে ভোট দিতে হবে। কিন্তু সেই নির্দেশ মানেননি উদ্ধব শিবিরের বিধায়করা। অন্যদিকে উদ্ধব শিবিরের মুখ্য সচেতক সুনীল প্রভু নির্দেশ দেন, ভোট দিতে হবে রাহুলের বিপক্ষে। সেই নির্দেশ অগ্রাহ্য করেন শিণ্ডে শিবিরের বিধায়করা।

Advertisement

[আরও পড়ুন: ‘শরণার্থী সমস্যা নেই, শ্রীলঙ্কার পাশেই আছে ভারত’, দ্বীপরাষ্ট্রের সংকটে দাবি জয়শংকরের]

পরের দিন ৪ জুলাই আস্থা ভোটে অংশ নেন একনাথ শিণ্ডে। সেখানেও একই ঘটনা ঘটে। দলের দুই মুখ্য সচেতকের নির্দেশেরই বিরোধিতা করেন শিব সেনার দুই শিবির। ফলে দুই মুখ্য সচেতক অভিযোগ দায়ের করেন অপর শিবিরের বিধায়কদের বিরুদ্ধে। সেই অভিযোগের উপর ভিত্তি করেই শোকজের নোটিস পাঠিয়েছেন মহারাষ্ট্র বিধানসভার লেজিস্লেটিভ সেক্রেটারি রাজেন্দ্র ভাগবত।

শিণ্ডে শিবিরের ৩৯ জন বিধয়ায়ককে নোটিস দেওয়া হয়েছে। অন্যদিকে শোকজ করা হয়েছে উদ্ধব শিবিরের ১৪ জন বিধায়কের বিরুদ্ধে। এক সপ্তাহের মধ্যে এই শোকজের জবাব দিতে হবে বিধায়কদের। তবে আদিত্য ঠাকরের বিরুদ্ধে অভিযোগ আনেনি শিণ্ডে শিবির। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, বালাসাহেব ঠাকরের নাম জড়িয়ে রয়েছে আদিত্যের সঙ্গে। সেই কারণে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে না শিণ্ডে শিবির।

[আরও পড়ুন: কানোয়ার যাত্রার পথে প্রকাশ্যে মাংস বিক্রি নিষিদ্ধ উত্তরপ্রদেশে, নির্দেশ জারি যোগীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement