Advertisement
Advertisement

পাক অধিকৃত কাশ্মীরে আমেরিকার রাষ্ট্রদূত, কোন পথে মার্কিন বিদেশ নীতি?

কেন গোপন রাখা হল মার্কিন প্রতিনিধির গিলগিট-বাল্টিস্তান সফর?

Should resolved between India and Pakistan Eric Garcetti on US Ambassador's Visit to Gilgit-Baltistan | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:September 26, 2023 4:37 pm
  • Updated:September 26, 2023 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি পাকিস্তানের (Pakistan) মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লুম পাক অধিকৃত কাশ্মীরের (Pok) গিলগিট-বাল্টিস্তানে (Gilgit-Baltistan) সফর করেন। এই ঘটনার কথা প্রাথমিকভাবে গোপন থাকলেও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যার পর প্রশ্ন উঠছে মার্কিন অভিসন্ধী নিয়ে। যদিও ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি আশ্বস্ত করলেন, কেবলমাত্র ভারত ও পাকিস্তানই সমাধান করতে পারে কাশ্মীর সমস্যার। তৃতীয়পক্ষের প্রয়োজন নেই, আমেরিকাও নয়।

পাক দৈনিক ডনের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ছয় দিনের Pok সফর করেন পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূত ব্লুম। গিলগিট-বাল্টিস্তানের একাধিক এলাকা ঘুরে দেখেন তিনি। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্তাদের সঙ্গে দেখাও করেন। ডনের দাবি, রাষ্ট্রদূতের এই সফর গোপন রাখা হয়েছিল দূতাবাস এবং স্থানীয় প্রশাসনের তরফে। পরে গিলগিট-বাল্টিস্তানের ডেপুটি স্পিকার বিষয়টি প্রকাশ্যে আনেন। আন্তর্জাতিক কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের মন রাখতেই মার্কিন রাষ্ট্রদূতের এই সফর। কাঁটা দিয়ে কাঁটা তুলতে চাইছে আমেরিকা। পাক সাহায্যে আফগানিস্তান, কাজাকস্তান, তুর্কিমেনিস্তানের মতো দেশগুলিতে রাশিয়ার প্রভাব রুখতে চাইছে পেন্টাগন। পাশাপাশি সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়েও সতর্ক অবস্থানে বাইডেন প্রশাসন।  

Advertisement

[আরও পড়ুন: ‘অনেক কিছু বলার ছিল, চুপ করে আছি’, বিচারপতি নিয়োগ নিয়ে কেন্দ্রকে তোপ সুপ্রিম কোর্টের]

এদিকে গোপন সফর নিয়ে জবাব দিতে গিয়ে ভারতের মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি বলেন, “পাকিস্তানের মার্কিন রাষ্ট্রদূতের কার্যক্রম নিয়ে জবাব দিতে পারি না আমি। তবে আমি ওঁকে চিনি। জম্মু-কাশ্মীরে জি-২০ সম্মেলনে দেখা হয়েছিল।” এর পরেই কাশ্মীর প্রসঙ্গে বলেন, “এর সমাধান একমাত্র ভারত ও পাকিস্তানই করতে পারে। তৃতীয়পক্ষে পারবে না। আমেরিকাও নয়।” মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভারত সফর প্রসঙ্গে এরিক জানান, এখনও পর্যন্ত সফর নিশ্চিত হয়নি।

[আরও পড়ুন: ‘অত জলই নেই, দেব কী ভাবে’, কাবেরী কাণ্ডে সাফ কথা কর্নাটকের উপমুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement